fbpx

টিকার দ্বিতীয় ডোজ শুরু হবে ৮ এপ্রিল 

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দেশে ৮ এপ্রিল থেকে করোনা টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। রবিবার কেন্দ্রীয় ঔষধাগারের (সিএসএমডি) নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

করোনা নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিধি মানার বিকল্প কিছু নেই বলেও জানান সেব্রিনা ফ্লোরা। আর টিকা নেওয়ার পাশাপাশি সবাইকে স্বাস্থ্যবিধি মানার আহ্বানও জানান তিনি।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, দেশ থেকে করোনা দূর করতে হলে সাধারণ মানুষকে সরকারের পাশে দাঁড়াতে হবে। সরকারকে সব ধরনের সহযোগিতা করতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

সম্প্রতি করোনার সংক্রমণ বেড়ে যাওয়া প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সাধারণ মানুষের অসচেনতার কারণেই দেশে করোনা বেড়ে যাচ্ছে। মানুষ কোনো কিছুর তোয়াক্কা না করেই এখানে সেখানে ঘুরতে যাচ্ছে। গত ১৫ দিনে কক্সবাজার প্রায় ২৫ লাখ মানুষ ভ্রমণের জন্য গেছেন। এদের কেউই স্বাস্থ্যবিধি মানেনি, মাস্ক ব্যবহার করেনি। এসব কারণে দেশে করোনার সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে।

Advertisement
Share.

Leave A Reply