fbpx

টিকা উপহার: মোদিকে শেখ হাসিনার ধন্যবাদ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ভারতে উৎপাদিত অক্সফোর্ডের টিকা উপহার হিসেবে বাংলাদেশে পাঠানোর জন্য ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্রয় করা টিকাও পরিকল্পনা অনুযায়ী শিগগিরই ভারত থেকে আনা হবে বলেও জানান প্রধানমন্ত্রী।

২১ জানুয়ারি বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে জাতীয় ও আন্তর্জাতিক অ্যালামনাইদের এক আন্তর্জাতিক সম্মেলনে অনলাইনে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, ‘ভারত থেকে যে টিকা বাংলাদেশ কিনেছে তা ২৫-২৬ জানুয়ারি নাগাদ দেশে এসে পৌঁছাবে। টিকাদান নিয়ে আমরাই কিভাবে এগিয়ে যাব সেই পরিকল্পনা ইতোমধ্যে করা হয়েছে। দেশে কোভিড-১৯ পরিস্থিতি মোকাবিলায় আমরা সব প্রস্তুতি নিয়েছি।‘

তিনি আশা প্রকাশ করেন, ‘বাংলাদেশ কোভিড-১৯ থেকে মুক্তি পাবে। এটা আমরা আশা করি।‘

চলতি মাসে ভারত থেকে ক্রয় করা টিকার ৫০ লাখ ডোজ আসার কথা রয়েছে। চুক্তি অনুযায়ী আগামী ছয় মাসের মধ্যে প্রায় তিন কোটি ডোজ টিকা আসবে বলেও আশা করা হচ্ছে।

Advertisement
Share.

Leave A Reply