fbpx

টিকা নিলেই কেবল মিলবে ওমরাহ পালনের অনুমতি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

পবিত্র রমজান মাস থেকে কেবল করোনা টিকা গ্রহণকারীরাই ওমরাহ পালনের অনুমতি পাবেন বলে জানিয়েছে সৌদি সরকার। সোমবার দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়।

সেখানে বলা হয়েছে, তিন ধরনের লোককে টিকা গ্রহণকারী হিসেবে বিবেচনা করা হবে। যাঁরা টিকার দুটি ডোজই গ্রহণ করেছেন, অন্তত ১৪ দিন আগে টিকার একটি ডোজ গ্রহণ করেছেন এবং যাঁরা সংক্রমণ থেকে সেরে উঠেছেন। এসব লোকই কেবল ওমরাহ পালন এবং পবিত্র মক্কার গ্র্যান্ড মসজিদে নামাজ পড়ার অনুমতি পাবেন।

সেখানে আরও বলা হয়, এই নিয়ম আসছে পবিত্র রমজান মাসের শুরুতেই চালু হবে। তবে কত দিন চলবে তা স্পষ্ট নয়।

গত মাসে সৌদি বাদশাহ সালমান হজ মন্ত্রণালয়ের মন্ত্রী পরিবর্তন করেন। এরপরই নতুন এ ঘোষণা এল।

করোনা ভাইরাসের কারণে সৌদি আরব গত বছর প্রথমবারের মতো সীমিত পরিসরে হজের আয়োজন করে। সেখানে দেশটিতে বসবাসরত ১০ হাজার মুসলিমকে হজে অংশ নেওয়ার অনুমতি দেয়া হয়। তবে চলতি বছর ঠিক কী পরিমাণ লোককে হজের অনুমতি দেওয়া হবে, তা এখনও স্পষ্ট নয়।

Advertisement
Share.

Leave A Reply