fbpx

টিকা নিয়ে করোনাকে জয় করবো সবাই : মেয়র তাপস

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

নির্ভয়ে টিকা গ্রহণের জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।

৭ ফেব্রুয়ারি (রবিবার) সকালে ঢাকা মহানগর জেনারেল হাসপাতালে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করে এ কথা বলেন ডিএসসিসি মেয়র।

মেয়র বলেন, ‘যত দ্রুত সম্ভব সবাই টিকা নেওয়ার জন্য নিবন্ধন করুন। ছোটবেলায় আমরা সবাই হাম- চিকেন পক্সের টিকা নিয়েছি, তাই টিকা নিয়ে অহেতুক ভয় পাওয়ার কোন কারণ নেই। এই টিকা নেওয়ার মাধ্যমে আমরা করোনা থেকে মুক্ত হবো এবং করোনাকে জয় করবো।‘

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ১৯টি হাসপাতাল ও চিকিৎসালয়ে কোভিড-১৯ এর টিকাদান চলবে। রবিবার মহানগর জেনারেল হাসপাতালে টিকা গ্রহণ করবেন ৫৬ জন। প্রথমে শাহ আলম নামে নিবন্ধিত এক ব্যক্তি টিকা নেন।

এদিকে, রবিবার সকালে মোহাম্মদপুর ফার্টিলিটি সার্ভিসেস এন্ড ট্রেনিং সেন্টারে করোনাভাইরাস টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা।

টিকা নিয়ে করোনাকে জয় করবো সবাই : মেয়র তাপস

মোহাম্মদপুর ফার্টিলিটি সেন্টারে করোনাভাইরাস টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা। ছবি: মেয়র অফিস

সেলিম রেজা বলেন, ‘এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। নিবন্ধন অনুযায়ী প্রথমদিন এই কেন্দ্র থেকে ৫১ জনকে টিকা দেয়া হবে। তবে নিবন্ধন ছাড়া কেউ এলে সাথে সাথে রেজিস্ট্রেশন করে টিকা নিতে পারবেন। টিকা কার্যক্রম সফল করতে সবাইকে অংশ নেয়ার আহ্বান জানান তিনি।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় যে ১৯টি চিকিৎসাকেন্দ্রে করোনা টিকা দেয়া হবে।

১. সচিবালয় ক্লিনিক, ২. ফুলবাড়িয়া সরকারি কর্মজীবী হাসপাতাল,
৩. বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ৪. মাতুয়াইল শিশু মাতৃসদন হাসপাতাল,
৫. রাজারবাগ পুলিশ হাসপাতাল, ৬. আজিমপুর মা ও শিশু হাসপাতাল,
৭. কামরাঙ্গীরচর ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতাল, ৮. ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল,
৯. স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, ১০. মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল,
১১. নয়াবাজারে ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল,
১২. শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট
১৩. পিলখানার বিজিবি হাসপাতাল ও লালবাগস্থ ঢাকা মহানগর শিশু হাসপাতাল,
১৪. ডিএসসিসি পরিচালিত বংশালের কসাইটুলী নগর মাতৃসদন
১৫. হাজারীবাগ নগর মাতৃসদন, ১৬. ধলপুর নগর মাতৃসদন,
১৭. উত্তর মুগদা মাতৃসদন, ১৮. খিলগাঁওয়ের তিলপাপাড়া মাতৃসদন,
১৯. ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল।

ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় যে ২৬টি চিকিৎসাকেন্দ্রে করোনা টিকা দেয়া হবে।

১. বাংলাদেশ সংসদ সচিবালয় ক্লিনিক, ২. ঢাকা ডেন্টাল কলেজ,
৩. ঢাকা শিশু হাসপাতাল, ৪. সংক্রামক ব্যাধি হাসপাতাল,
৫. কুয়েত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল, ৬. কুর্মিটোলা হাসপাতাল,
৭. লালকুঠি হাসপাতাল, ৮. মোহাম্মদপুর ফার্টিলিটি সার্ভিসেস এন্ড ট্রেনিং সেন্টার,
৯. জাতীয় বাতজ্বরজনিত হৃদরোগ প্রতিরোধ কেন্দ্র, ১০. জাতীয় বক্ষব্যাধি হাসপাতাল,
১১. জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, ১২, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিউট ও হাসপাতাল,
১৩. জাতীয় নাক, কান ও গলা ইনস্টিটিউট, ১৪. জাতীয় কিডনি হাসপাতাল,
১৫. জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল,
১৬. ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতাল,
১৭. জাতীয় চক্ষুবিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতাল, ১৮. জাতীয় অর্থপেডিক হাসপাতাল,
১৯. শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল,
২০. শহীদ সোহরাওয়ার্দি মেডিকেল কলেজ ও হাসপাতাল,
২১, যক্ষা হাসপাতাল, ২২. নগর মাতৃসদন-১, নয়াটোলা, মগবাজার;
২৩. নগর মাতৃসদন-২, বাঁশবাড়ি, মোহাম্মদপুর; ২৪. নগর মাতৃসদন-৩, নেকিবাড়ির টেক, মাজার রোড,মিরপুর;
২৫. নগর মাতৃসদন-৪, পল্লবী এক্সটেনশন, মিরপুর;
২৬. নগর মাতৃসদন-৫, উত্তরা, সেক্টর-৬।

Advertisement
Share.

Leave A Reply