fbpx

‘টিকা নিয়ে মুলা দেখাচ্ছে সবাই’

Pinterest LinkedIn Tumblr +
Advertisement
করোনা মহামারির মধ্যে বন্ধ রয়েছে ভারত থেকে আসা করোনাভাইরাসের টিকা এরই মধ্যে দেশে বেড়েই চলেছ করোনা সংক্রমণ ও মৃত্যু। এ অবস্থায়  ধনী দেশগুলোর জোট জি-৭ দরিদ্র দেশগুলোকে করোনাভাইরাসের টিকা দেওয়ার আশ্বাস দিলেও এখন পর্যন্ত তা দৃশ্যমান না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘টিকা নিয়ে বড় বড় পণ্ডিতেরা কত কি বললেন না? এই যে, জি-৭ দেশগুলো কিছুদিন আগে বৈঠক করে বলেছে, তারা ১০০ কোটি ডোজ টিকা দরিদ্র দেশগুলোকে দেবে। এ নিয়ে শুধু গল্পই শুনতেছি। কিন্তু দেওয়ার জন্য তো কোনো আগ্রহ দেখি না। আমি বলি মুলা দেখাচ্ছে সবাই। তবে টিকার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি।’
গতকাল ২২ জুন মঙ্গলবার যুক্তরাষ্ট্র সফর শেষে মন্ত্রণালয়ে টিকা প্রাপ্তি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এমন মন্তব্য করেন।
টিকার বিষয়ে বিস্তারিত জানতে মন্ত্রী বলেন, আশ্বাস দিয়ে যাচ্ছে সবাই। সবচেয়ে বড় সমাধান হবে যখন আমরা টিকা তৈরি করব। নিজেরা টিকা তৈরি করলে আর অন্যের দিকে চেয়ে থাকতে হবে না।’
 তিনি আরও বলেন, ‘ধনী দেশগুলো টিকা নিয়ে বসে রয়েছে। তাদের যত জনসংখ্যা তার থেকে তাদের কাছে টিকা বেশি রয়েছে। টিকা এখন দর কষাকষির অস্ত্র হিসেবে ব্যবহার হচ্ছে।’
উদাহরণ দিতে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ একটা মজার কাহিনী বলি- আমেরিকার অনেক ব্যক্তিবিশেষ আমাদের জানিয়েছেন, অমুক লোক অনেক টিকা দিতে পারবেন। তারা রাশিয়ান টিকার ডিলারশিপ পেয়েছে। কিন্তু রাশিয়া সরকার আমাদের জানিয়েছে, তাদের কোনো ডিলারই নাই।’
তবে তিনি জানান, ‘যুক্তরাষ্ট্রের কাছে অক্সফোর্ড অ্যাস্ট্রোজেনেকার ২০ লাখ ডোজ ভ্যাকসিন আগেই চেয়েছি। আমরা আশাবাদী তারা আমাদের এটা দেবে।’
Advertisement
Share.

Leave A Reply