fbpx

টিকা নেওয়া স্কুল শিক্ষার্থীরা সুস্থ আছে: স্বাস্থ্য অধিদপ্তর

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

১২ থেকে ১৭ বছরের যে শিক্ষার্থীদের পরীক্ষামূলকভাবে টিকা দেওয়া হয়েছে, তারা সবাই সুস্থ আছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, ১২০ জন শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়েছিল, তারা সবাই ভালো আছে। আমরা তাদেরকে পর্যবেক্ষণে রেখেছিলাম। কারও কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি।‘

উল্লেখ্য, ১৪ অক্টোবর মানিকগঞ্জের চারটি স্কুলের নবম ও দশম শ্রেণির ১২০ জন শিক্ষার্থীকে ফাইজারের টিকা দেওয়া হয়। তাদেরকে ১৪দিন পর্যবেক্ষণে রাখার পর তারা সম্পূর্ণ সুস্থ আছে বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

স্কুলশিক্ষার্থীদের টিকা দিতে সব ধরণের প্রস্তুতি নেওয়া আছে স্বাস্থ্য অধিদপ্তরের। শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত জানালেই স্কুলের সব শিশুদের পর্যায়ক্রমে টিকা প্রদান কার্যক্রম শুরু করা হবে বলেও জানায় ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

Advertisement
Share.

Leave A Reply