fbpx

টিটিই শফিকুল নির্দোষ: তদন্ত কমিটির প্রতিবেদন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

রেলমন্ত্রীর তিন আত্মীয়কে বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে জরিমানা করা ট্রেনের ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) শফিকুল ইসলামকে নির্দোষ দেখিয়ে প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি।

১৬ মে (সোমবার) বেলা ১১টার দিকে নিজ কার্যালয়ে প্রতিবেদন জমা দেন তদন্ত কমিটির আহ্বায়ক পাকশী বিভাগীয় রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা (এটিও) সাজেদুল ইসলাম।

এর আগে গত ৭ মে ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে তাদের তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়।

গত ৪মে রাতে রেলমন্ত্রীর আত্মীয় পরিচয় দিয়ে খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেসে বিনা টিকিটে ভ্রমণ করায় তিন যাত্রীকে জরিমানা করেন টিটিই শফিকুল ইসলাম। এ ঘটনায় রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে পরদিন তাকে সাময়িক বরখাস্ত করে রেল কর্তৃপক্ষ।

Advertisement
Share.

Leave A Reply