fbpx

টি-টোয়েন্টি অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে পাঁচে নামলেন সাকিব

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত মনে রাখার মত কিছুই করতে পারেননি সাকিব আল হাসান। বল হাতে উইকেট পাননি একটিও, রান করেছেন মোটে ১১। আর তার খেসারতই সাকিবকে দিতে হয়েছে র‌্যাঙ্কিংয়ে। এবারের বিশ্বকাপে ব্যাটে-বলে নির্জীব সাকিবকে পেছনে ফেলে আইসিসির টি-টোয়েন্টি অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করেছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী। কয়েকধাপ পেরিয়ে সাকিব নেমেছেন পাঁচ নম্বরে।

বুধবার প্রকাশিত আইসিসি র‍্যাঙ্কিংয়ে দেখা গেছে এই বদল। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর পর আজ দ্বিতীয় দফায় সাপ্তাহিক র‍্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। সেখানে দেখে গেছে, টি-টোয়েন্টিতে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান খুইয়ে পাঁচে নেমে গেছেন সাকিব। দুই ধাপ উন্নতিতে সেরার মুকুট পড়েছেন ৩৯ বছর বয়সী নবী। শীর্ষে থাকা নবীর পয়েন্ট ২৩১।

তালিকায় ২২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস। বিশ্বকাপের দারুণ পারফর্ম করার সুবাদে তিন ধাপ উন্নতি হয়েছে তার। এক ধাপ অবনতিতে, ২১৬ পয়েন্ট নিয়ে তিনে শ্রীলঙ্কার অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা, চারে আছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা। আর চার ধাপ নেমে ২০৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে সাকিব আল হাসান।

টি-টোয়েন্টি বিশ্বকাপে গায়ানায় নিউজিল্যান্ডের বিপক্ষে দলের সবশেষ ম্যাচে ২ উইকেট শিকার করেছিলেন নবী। এর আগের ম্যাচে উগান্ডার বিপক্ষে কোনো উইকেট না পেলেও ব্যাট হাতে করেছিলেন অপরাজিত ১৪ রান।
দীর্ঘদিন ধরে সীমিত ওভারের ক্রিকেটে অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে সাকিবের রাজত্ব ছিল। মাঝখানে কিছু দিন বেছে বেছে খেলার কারণে হারিয়েছেন রেটিং পয়েন্ট। সেই সাথে আবার সাম্প্রতিক অফ ফর্ম। বিশ্বকাপের আগে সাকিবকে দ্বিতীয় স্থানে ঠেলে শীর্ষে উঠে গিয়েছিলেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা। যদিও হাসারাঙ্গাকে হটিয়ে শীর্ষস্থান ফিরে পেয়েছিলেন সাকিব। তবে এবার আর এক ধাপ নয়, সাকিব ছিটকে গেছেন ৪ ধাপ নিচে। ৪ ধাপ অবনমনে বাংলাদেশরে সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার শীর্ষ থেকে নেমে গেছেন ৫ নম্বরে।

Advertisement
Share.

Leave A Reply