fbpx

টি-টোয়েন্টি অলরাউন্ডার র‍্যাংকিংয়ের শীর্ষে সাকিব

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষে অলরাউন্ডার এখন সাকিব আল হাসান। মোহাম্মদ নবীকে হটিয়ে শীর্ষস্থান ফিরে পেলেন সাকিব। ২০১৮ এর শুরুর পর ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের সেরা অলরাউন্ডার হলেন সাকিব। বোলারদের র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে মুস্তাফিজুর রহমানেরও।

টি-টোয়েন্টি অলরাউন্ডার র‍্যাংকিংয়ের শীর্ষে সাকিব

সাকিবের মতোই উন্নতি ঘটেছে মুস্তাফিজের। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ। সেখানে ব্যাট হাতে ১১৪ রান এবং বল হাতে ৭ উইকেট নিয়ে সিরিজ সেরা হয়েছেন সাকিব আল হাসান। পঞ্চম ম্যাচে মাত্র ৯ রানে ৪ উইকেট নিয়ে হয়েছিলেন ম্যাচসেরা। সঙ্গে সেই ম্যাচে অজিদের মাত্র ৬২ রানে অলআউট করে তাদের টি-টোয়েন্টি ইতিহাসের সর্বনিম্ন রানে অলআউট করার রেকর্ড গড়ে বাংলাদেশ। যার প্রধান কান্ডারি সাকিব।

সেই ম্যাচে চার উইকেট নেওয়ার পথে প্রথম স্পিনার এবং ইতিহাসের দ্বিতীয় বোলার হিসেবে ১০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েন সাকিব। এছাড়া, জুলাই মাসের ‘প্লেয়ার অব দ্য মান্থ’ নির্বাচিত হয়েছেন সাকিব। ফলে ৩৪ রেটিং পয়েন্ট পেয়ে মোট ২৮৬ পয়েন্ট নিয়ে শীর্ষে এখন সাকিব। যদিও দুইয়ে থাকা নবীর সঙ্গে সাকিবের পয়েন্ট ব্যবধান মাত্র এক!

শুধুই সাকিব নয়, সাকিবের পাশাপাশি র‌্যাংকিংয়ে সবচেয়ে বড় লাফটা দিয়েছেন মুস্তাফিজুর রহমান। ২০ ধাপ এগিয়ে ঢুকে পড়েছেন সেরা দশে। ৬১৯ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টি বোলারদের র‌্যাংকিংয়ে মুস্তাফিজ আছেন দশ নম্বরে।

Advertisement
Share.

Leave A Reply