fbpx

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে সাকিবের অবনমন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ইংল্যান্ড ম্যাচের আগেই উঠেছিলেন শীর্ষে। দুই ম্যাচের ব্যবধানে আবারো দুই নম্বরে নেমে গেলেন সাকিব আল হাসান। সাকিবকে হটিয়ে টি-টোয়েন্টি অলরাউন্ডার্স র‌্যাংকিংয়ের শীর্ষস্থান দখল করেছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী।

ব্যাট হাতে ১০, ৪, ৯; বল হাতে তিন ম্যাচে ২ উইকেট। সুপার টুয়েলভে ‘সাকিবীয়’ পারফরমেন্স যেন একেবারেই অদৃশ্য। হ্যামস্ট্রিংয়ের চোটে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের পরই শেষ হয়ে গেছে বিশ্বকাপটাও; আমেরিকায় পরিবারের কাছে ফিরে গেছেন সাকিব। এই অবনমন তো অনেকটা অনুমিতই ছিল।

অপরদিকে ব্যাট হাতে ঝড়ো অবদান ও বল হাতে কিপটে বোলিংয়ের সুবাদে আফগানিস্তানের মোহাম্মদ নবী উঠে গেছেন শীর্ষে।

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে সাকিবের অবনমন

অলরাউন্ডার্স র‌্যাংকিংয়ে চমক অবশ্য অন্যখানে। ধারাবাহিকভাবে ভালো খেলার সুবাদে তিন নম্বরে উঠে এসেছেন নামিবিয়ার অলরাউন্ডার জেজে স্মিট।

Advertisement
Share.

Leave A Reply