fbpx

টেক্সাসের স্কুলে হামলার সময় পুলিশের পদক্ষেপ ‘ভুল’ ছিল: নিরাপত্তা কর্মকর্তা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

টেক্সাসের উভালদে শহরের প্রাইমারি স্কুলে এক বন্দুকধারী গুলি চালিয়ে ১৯টি শিশুকে হত্যার ঘটনার সময় পুলিশের ক্লাসরুমের ভেতরে ঢুকে হামলা প্রতিরোধে ব্যর্থ হওয়াকে ‘ভুল সিদ্ধান্ত’ বলে মন্তব্য করেছেন রাজ্যের প্রধান নিরাপত্তা কর্মকর্তা।

শনিবার বৃটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য।

শুক্রবার উত্তেজনাপূর্ণ এক সংবাদ সম্মেলনে টেক্সাস ডিপার্টমেন্ট অব পাবলিক সেফটির ডিরেক্টর স্টিভেন ম্যাকক্র বলেন, ‘আমি মনে করি, যদি এটা কোন কাজে আসবে, তাহলে আমি ক্ষমা চাইতাম।’

তিনি বলেন, পুলিশ কর্মকর্তারা স্কুলরুমের ভেতরে ঢুকতে দেরি করেছিলেন কারন তারা বিশ্বাস করতে পারছিলেন না ‘এটা সক্রিয় একজন বন্দুকধারী’র হামলা করার মতো পরিস্থিতি।

তবে স্কুলের ভেতর থেকে শিক্ষার্থীরা বেশ কয়েকবার পুলিশকে ভেতরে ঢোকার আকুতি জানিয়েছিল।

ম্যাকক্র নিশ্চিত করেন, রব এলিমেন্টারি স্কুলে পুলিশের উপস্থিতি এবং বন্দুকধারী যে ক্লাসরুমটিতে অবস্থান নিয়েছিল সেখানে ঢুকে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়ার সিদ্ধান্ত গ্রহনের মধ্যে ৪০ মিনিটের ব্যবধান ছিল।

Advertisement
Share.

Leave A Reply