fbpx

টেক্সাসে স্কুলে গুলিতে ১৯ শিক্ষার্থীসহ নিহত ২১

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি প্রাথমিক স্কুলে বন্দুকধারীর গুলিতে ২১ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ১৯ জনই শিক্ষার্থী। এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও নিহত হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সময় মঙ্গলবার (২৪ মে) বিকেলে টেক্সাসের দক্ষিণে উভালডে এলাকায় রব এলিমেন্টারি স্কুলে এ ঘটনা ঘটে। নিহত শিশু শিক্ষার্থীদের বয়স ৭ থেকে ১০ বছরের মধ্যে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

রাজ্যের গভর্নর গ্রেগ অ্যাবোট গণমাধ্যমকে জানিয়েছেন, সন্দেহভাজন ১৮ বছর বয়সী সালভাদর রামোস পুলিশের গুলিতে নিহত হয়ে থাকতে পারেন। কারণ পুলিশ সন্দেহভাজন বন্দুকধারীকে স্কুলের সামনে দুর্ঘটনাকবলিত গাড়ি থেকে নামতে দেখেছে। তার কাছে রাইফেল ও ব্যাকপ্যাক ছিল। এ ঘটনায় ২ পুলিশ সদস্য আহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের স্কুলে এর আগেও হামলার ঘটনা ঘটেছে। তবে বিগত ১০ বছরে যেসব হামলা হয়েছে, সেগুলোর মধ্যে অন্যতম টেক্সাসের এ হামলা। এর আগে ২০১২ সালে কানেকটিকাটে একটি স্কুলে হামলা চালানো হয়। ওই হামলায় ২০ শিশুসহ ২৬ জন নিহত হয়।

Advertisement
Share.

Leave A Reply