fbpx

টেলিভিশনে ঈদের চতুর্থ দিনের আয়োজন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ঈদ মানেই ভিন্ন ভিন্ন আয়োজন, ভিন্ন ভিন্ন পরিকল্পনা। টেলিভিশন চ্যানেলগুলোও এর ব্যতিক্রম নয়। ঈদ উপলক্ষে চ্যানেলগুলোতে ৭-১০ দিন ধরে প্রচারিত হবে নাটক, টেলিছবি এবং স্বল্পদৈর্ঘ্য। ঈদের ৪র্থ দিন থাকবে যেসব আয়োজন-

আরটিভি
সকাল ১০টা ১০ মিনিটে বাংলা ছায়াছবি ‘নায়ক’। বেলা ২টা ১০ মিনিটে বাংলা ছায়াছবি ‘বিগ বস’। বিকেল ৫টা ১৫ মিনিটে বিশেষ লোকসংগীতের অনুষ্ঠান ‘স্টুডিও বাংলার গায়েন’। বিকেল ৫টা ৪৫ মিনিটে একক নাটক ‘ব্রাদার অ্যান্ড সিস্টার’। পরিচালনায় আবু বক্কর। সন্ধ্যা ৭টা ৫ মিনিটে গেম শো ‘দ্য বক্স’। ৭টা ৩০ মিনিটে একক নাটক ‘কাপল অব দ্য সিটি’। রচনা ও পরিচালনায় প্রীতি দত্ত। রাত ৮টা ৩০ মিনিটে একক নাটক ‘যমজ ১৪’। রচনা কচি খন্দকার, পরিচালনায় আজাদ কালাম। রাত ৯টা ৩০ মিনিটে সাত পর্বের ধারাবাহিক নাটক ‘তালমিছরি না হাওয়াই মিঠাই ২’। পরিচালনায় সাগর জাহান।

রাত ১০টায় একক নাটক ‘দৌড়ের উপর ঔষধ নাই’। রচনা শফিকুর রহমান, পরিচালনা মাহমুদ হাসান রানা। রাত ১১টা ৫ মিনিটে একক নাটক ‘রক্ত’। রচনা আফরিন জামান। পরিচালনায় রাকেশ বসু। রাত ১১টা ৫৫ মিনিটে একক নাটক ‘তুমি পাশে থাকলে’। পরিচালনা ইমরাউল রাফাত।

চ্যানেল আই
সকাল ১০টা ১৫ মিনিটে বাংলা সিনেমা ‘অলাতচক্র’। পরিচালনায় হাবিবুর রহমান। বেলা ২টা ৩০ মিনিটে টেলিছবি ‘হিরার আংটি’। রচনা রাজিবুল ইসলাম, পরিচালনায় মেহেদি রনি। বিকেল ৪টা ৩০ মিনিটে টেলিছবি ‘এক কথার মানুষ’। রচনা ও পরিচালনায় রাজিবুল ইসলাম। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ধারাবাহিক নাটক ‘কক্সবাজারে কাকাতুয়া’ (পুনঃপ্রচার)। ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে নাটকটি নির্মাণ করেছেন আফজাল হোসেন। সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে নাটক ‘আফ্রিকান বউ’। রচনা জিয়াউদ্দিন, পরিচালনায় এম আই জুয়েল। রাত ৯টা ৩৫ মিনিটে নাটক ‘অকাজের কাজি’। রচনা ও পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন।

মাছরাঙা টিভি
সন্ধ্যা ৬টায় নাটক ‘দহন’। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে টেলিছবি ‘মবিনের সংসার’। রাত ৯টায় নাটক ‘সন্ধ্যা নামতে দেরি’। রাত ১০টায় নাটক ‘ইহার চেয়ে উহাই উত্তম’। রাত ১১টা ৩০ মিনিটে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মায়ের জেহাদ’।

বাংলাভিশন
সকাল ১০টা ৫ মিনিটে বাংলা চলচ্চিত্র ‘জান আমার জান’। বেলা ১টা ৩০ মিনিটে ‘বাংলাভিশন ঈদ আয়োজন’। বেলা ২টা ১০ মিনিটে বিশেষ টেলিছবি ‘ছক’। রচনা ও পরিচালনায় গোলাম সোহরাব দোদুল। বিকেল ৪টা ৩০ মিনিটে সাত পর্বের ধারাবাহিক নাটক ‘লটারী’–এর চতুর্থ পর্ব। পরিচালনা জি এস চঞ্চল। বিকেল ৫টা ৫ মিনিটে নাটক ‘গোড়ায় গন্ডগোল’। পরিচালনায় রাহাত কবির। সন্ধ্যা ৬টা ৫ মিনিটে সাত পর্বের ধারাবাহিক নাটক ‘হ-য-ব-র-ল’– এর চতুর্থ পর্ব। রচনা মাসুম শাহরিয়ার, পরিচালনায় আবু হায়াত মাহমুদ। ৬টা ৪০ মিনিটে সাত পর্বের ধারাবাহিক নাটক ‘মিল ব্যারাক কল্যাণ সমিতি’–এর চতুর্থ পর্ব। রচনা কচি খন্দকার, পরিচালনায় সাগর জাহান।

রাত ৮টা ৪০ মিনিটে সাত পর্বের ধারাবাহিক নাটক ‘বাঁশের চেয়ে কঞ্চি বড়’–এর চতুর্থ পর্ব। রচনা শফিকুর রহমান শান্তনু এবং পরিচালনায় মাহমুদুল হাসান রানা। রাত ৯টা ৫ মিনিটে নাটক ‘ব্যাক ফায়ার’। পরিচালনায় নাজমুল রনি। রাত ৯টা ৫৫ মিনিটে সাত পর্বের ধারাবাহিক নাটক ‘হঠাৎ বাদশাহ’–এর চতুর্থ পর্ব। রচনা ও পরিচালনা মাসুদ সেজান। রাত ১১ টায় সাত পর্বের ধারাবাহিক নাটক ‘আমি তোমার জন্য পাগল’–এর চতুর্থ পর্ব। রচনা কাজী শাহীদুল ইসলাম, পরিচালনায় সালাহউদ্দিন লাভলু। রাত ১১টা ৩৫ মিনিটে নাটক ‘একটুখানি’।

বৈশাখী টিভি
বেলা ১১টায় ‘গানে গানে ঈদ আনন্দ’। অংশ নেবেন কণ্ঠশিল্পী সাব্বির ও লুইপা। বেলা ১টায় বাংলা সিনেমার জনপ্রিয় গান নিয়ে অনুষ্ঠান ‘শুধু সিনেমার গান’। বেলা ২টা ২০ মিনিটে বাংলা সিনেমা ‘বিশ্ব প্রেমিক’।

সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ধারাবাহিক নাটক ‘সৌদি জামাই বিদায় রজনী’। রচনা সাজ্জাদ স্বপন, পরিচালনায় ফজলুল হক। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ধারাবাহিক নাটক ‘আমার বউ’। রচনা ও পরিচালনায় হাসান জাহাঙ্গীর। রাত ৮টা ১০ মিনিটে একক নাটক ‘কারাতে বউ চাই’। রচনা মির্জা রাকিব, পরিচালনায় সাদেক সিদ্দিকী।

রাত ৯টা ২০ মিনিটে ধারাবাহিক নাটক ‘বুড়া জামাই-২’। গল্প টিপু আলম, চিত্রনাট্য জাকির হোসেন, পরিচালনা হানিফ খান ও আহমেদ রোহান খান। রাত ১০টা ৩০ মিনিটে ধারাবাহিক নাটক ‘শিয়াল বাড়ি-২’। গল্প টিপু আলম, চিত্রনাট্য আহসান আলমগীর ও পরিচালনা আল হাজেন। রাত ১১টা ৫ মিনিটে ধারাবাহিক নাটক ‘সুন্দরী বাইদানি-২’। গল্প টিপু আলম, চিত্রনাট্য জাকির হোসেন, পরিচালনা ফরিদুল হাসান। ১১টা ৩৫ মিনিটে বাংলা সিনেমা ‘রাজধানী’। পরিচালনা মোহাম্মদ হোসেন জেমী।

এটিএন বাংলা
সকাল ৯টায় নাটক ‘গনি সাহেবের শেষ কিছুদিন’। রচনা হুমায়ূন আহমেদ, পরিচালনায় মাহফুজ আহমেদ। সকাল ১০টা ২০ মিনিটে পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র ‘ঢাকাইয়া মাস্তান’। পরিচালনায় মনতাজুর রহমান আকবর। বেলা ১টা ৩০ মিনিটে নৃত্যানুষ্ঠান ‘আর্ট অব ডান্স’। পরিচালনায় সাইফুল ইসলাম। বেলা ২টা ৪৫ মিনিটে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’। পরিচালনায় সাফি উদ্দিন সাফি। বিকেল ৫টা ৫০ মিনিটে চলচ্চিত্রবিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ‘টুইংকেল টুইংকেল সুপারস্টার’। পরিচালনায় রুমানা আফরোজ। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সেলিব্রেটি গেইম শো ‘দ্য বক্স’। সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ধারাবাহিক নাটক ‘দৌড়ের উপর’। রচনায় পারভেজ ইমাম, পরিচালনায় সোহেল তালুকদার। রাত ৯টা ২০ মিনিটে ধারাবাহিক নাটক ‘পিলিয়ার’। রচনা বৃন্দাবন দাস, পরিচালনা শামীম জামান। রাত ১০টা ৩০ মিনিটে সামিয়া জাহানের একক সংগীতানুষ্ঠান ‘বুঝতে পারো কি’। রাত ১১টা ৩০ মিনিটে বিশেষ টেলিছবি ‘আগন্তুক’। পরিচালনায় দেবব্রত রনি।

একুশে টিভি
সকাল ৯টা ২০ মিনিটে বাংলা চলচ্চিত্র ‘চাচ্চু আমার চাচ্চু’। দুপুর ১২টা ১০ মিনিটে বিশেষ সংগীতানুষ্ঠান ‘প্রিয় গান’, ব্যান্ড অবসকিউর। বেলা ১টা ১০ মিনিটে সাত পর্বের ঈদের বিশেষ ধারাবাহিক নাটক ‘নীলের বউ রাশি’। বেলা ২টা ৩০ মিনিটে বাংলা চলচ্চিত্র ‘দ্য স্পিড’। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে সাত পর্বের বিশেষ সংগীতানুষ্ঠান ‘গানচিলের গান’; উপস্থাপনা মারিয়া কিসপোটা। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে সাত পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘থ্রি ব্যাচেলর’। রাত ৮টায় ঈদের একক নাটক ‘ভিতরে বাহিরে’। রাত ৯টা ২০ মিনিটে বিশেষ টেলিছবি ‘মরণোত্তম’। রাত ১১টা ২০ মিনিটে বিশেষ একক নাটক ‘সেকেন্ড চান্স’।

এনটিভি
সকাল ৯টায় নাটক ‘সে ভালোবেসেছিল’। রচনা ও পরিচালনায় এস আর মজুমদার। সকাল ১০টা ৫ মিনিটে বাংলা ছায়াছবি ‘মাটির ঠিকানা’। পরিচালনা শাহ আলম কিরণ। বেলা ২টা ৩০ মিনিটে বাংলা ছায়াছবি ‘প্রেমে পড়েছি’। পরিচালনায় শাহাদাত হোসেন লিটন। সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে গেম শো ‘দ্য বক্স’–এর চতুর্থ পর্ব। উপস্থাপনায় নুসরাত ইমরোজ তিশা। ৬টা ৪৫ মিনিটে ধারাবাহিক ‘শেফালির প্রেমিকেরা’ নাটকের চতুর্থ পর্ব। রচনা কাজী শাহিদুল ইসলাম। পরিচালনায় সাগর জাহান। রাত ৮টায় নাটক ‘লক্ষ্মীটেরা বউ’। রচনা ও পরিচালনায় শ্রাবণী ফেরদৌস।

রাত ৯টায় ধারাবাহিক ‘কাঁটা হেরি ক্ষান্ত কেন’ নাটকের চতুর্থ পর্ব। রচনা বৃন্দাবন দাস। পরিচালনায় দীপু হাজরা। রাত ৯টা ৩০ মিনিটে নাটক ‘মেড ফর ইচ আদার’। রচনা ও পরিচালনা মাবরুর রশীদ বান্নাহ। বেলা ১১টা ৫ মিনিটে নাটক ‘বিজ্ঞাপন’। রচনা আশরাফুল চঞ্চল। পরিচালনায় সোহেল রানা। রাত ১২টায় কিংবদন্তির গান। শিল্পী লাকী আখান্দ্‌। উপস্থাপনায় মৌসুমী মৌ। শিল্পী নন্দিতা ও সাব্বির।

Advertisement
Share.

Leave A Reply