fbpx

টেস্টের দায়িত্ব স্টোকসের কাঁধে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ইংল্যান্ডের ৮১তম টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন তারকা অলরাউন্ডার বেন স্টোকস। দুই সপ্তাহ আগে ইংলিশদের টেস্ট ক্যাপ্টেন্সির দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন তারকা ব্যাটসম্যান জো রুট। এরপর থেকেই অধিনায়ক হিসেবে ইংলিশ মিডিয়ায় যে নামগুলো আসছিলো বারবার তার মধ্যে বেন স্টোকসের নামই সর্বাধিক উচ্চারিত হচ্ছিলো।

অবশেষে সব গুঞ্জন সত্যতার প্রমাণ মিললো। নিউজিল্যান্ড বংশোদ্ভূত এই অলরাউন্ডারকে দেওয়া হয়েছে অধিনায়কের দায়িত্ব। দায়িত্ব পেয়ে সাবেক অধিনায়ককে ধন্যবাদ জানাতে ভুল করেননি বর্তমান অধিনায়ক। “ইংলিশ ক্রিকেটের জন্য রুট যা করেছে এবং বিশ্বব্যাপী আমাদের ক্রিকেটের রোল মডেল হিসেবে কাজ করার জন্য তাকে ধন্যবাদ। ড্রেসিংরুমে নেতা হিসেবে আমার গড়ে ওঠার পেছনে তাঁর অনেক বড় ভূমিকা আছে। আমি আশা রাখি এবারের যাত্রাতেও সে আমাকে যথেষ্ঠ সাহায্য করবে।’’

সাথে অধিনায়কত্ব পাওয়ার অনুভুতিও প্রকাশ করেছেন এই অধিনায়ক,‘‘ ইংলিশ নেতৃত্ব দেয়ার সুযোগ পেয়ে আমি সম্মানিত। এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। দায়িত্ব শুরু করতে যাচ্ছি, এটা নিয়ে আমি রোমাঞ্চিত।’’

Advertisement
Share.

Leave A Reply