fbpx

টোঙ্গায় আগ্নেয়গিরির অগ্ন্যৎপাত: বিমান পাঠিয়েছে নিউজিল্যান্ড

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

প্রশান্ত মহাসাগরীয় দেশ টোঙ্গার উপকূলে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের প্রভাবে সুনামি ছড়িয়ে পড়ে। ক্ষয়ক্ষতি পরিদর্শণ করতে টোঙ্গায় একটি বিমান পাঠিয়েছে নিউজিল্যান্ড।

অগ্ন্যুৎপাতের কারণে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপগুলো ছাইয়ে ঢেকে গেছে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। সংবাদ মাধ্যম বিবিসিকে আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট জানিয়েছে, এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ৮০ হাজারেরও বেশি মানুষ।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বলেন, সুনামিতে ‘বড় ধরনের ক্ষতি’ হয়েছে। তবে এখন পর্যন্ত কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। যদিও ক্ষয়ক্ষতির বিষয়ে তথ্যের অভাব রয়েছে বলেও জানান তিনি। এই বিষয়ে খতিয়ে দেখতে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া বিমান পাঠিয়েছে বলে নিশ্চিত করেন তিনি।

১৫ জানুয়ারি, শনিবার টোঙ্গায়র উপকূলে টোঙ্গা-হুনগা হাপাই আগ্নেয়গিরির থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়। এর জেরেই দেশটির দক্ষিণ প্রশান্ত মহাসাগরে উপকূলে ভূমিকম্প অনুভূত হয়। এ সময় টোঙ্গার আবহাওয়া দপ্তর দেশজুড়ে সুনামি সতর্কতা জারি করে।

Advertisement
Share.

Leave A Reply