fbpx

ট্রাক মালিক-শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

যৌক্তিক দাবি পূরণের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করেছে ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানান পরিষদের নেতারা।

বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গণমাধ্যমকে বলেন, ‘যে সমস্যাগুলো তাৎক্ষণিক সমাধান সম্ভব সেগুলো সমাধান করতে ব্যবস্থা নিতে বলা হয়েছে। আর বাকিগুলো যাচাই বাছাই করে পরে ব্যবস্থা নেয়া হবে।’

ট্রাক চালক শ্রমিক ফেডারেশনের সভাপতি তালুকদার মো. মনির বলেন, ‘আলোচনায় আমরা সন্তুষ্ট, কর্মসূচি প্রত্যাহার করে নিলাম।’

ট্রাক ও কাভার্ড ভ্যানের অগ্রিম আয়কর নেয়া যাবে না, এ পর্যন্ত নেয়া অগ্রিম আয়কর ফেরত দিতে হবে, ১০ বছর ধরে ট্রাক ও কাভার্ড ভ্যানচালকদের লাইসেন্স দেয়া বন্ধ রয়েছে, তা অবিলম্বে চালু করে দেওয়াসহ ১৫ দফা দাবিতে মঙ্গলবার ভোর ৬টা থেকে ধর্মঘট শুরু করে ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত ধর্মঘট চলার কথা ছিল।

ধর্মঘটের কারণে দেশের বিভিন্ন জায়গায় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। ট্রাক মালিক-শ্রমিকের ধর্মঘট, ভোগান্তিতে সাধারণ মানুষ।  

Advertisement
Share.

Leave A Reply