fbpx

‘ট্রানজিট’ প্রদর্শিত হবে যুক্তরাষ্ট্রের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বাংলাদেশের জন্য আরেকটি ভালো খবর বয়ে আনলেন পরিচালক আরিক আনাম খান। জুলাইয়ের ১ থেকে ৩১ তারিখ যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশটির বিখ্যাত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব ‘এলএ শর্ট ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল’।

আরিক আনাম খান পরিচালিত বাংলাদেশের শর্ট ফিল্ম ‘ট্রানজিট’ এবারের উৎসবে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে।

এর আগে শর্ট ফিল্মটি যুক্তরাজ্যের ‘এঙ্কাউন্টারস চলচ্চিত্র উৎসব’ এবং ফ্রান্সের ‘ক্লেরমন-ফেরাঁ চলচ্চিত্র উৎসব’-এ প্রদর্শিত হয়। এছাড়াও, গত বছর বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও শর্ট ফিল্মটি মূল প্রতিযোগিতায় অংশ নেয়।

নিজের শর্টফিল্মটি নিয়ে আরিম আনাম খান বলেন, ‘এবার লস আঞ্জেলেস, হলিউডে প্রদর্শিত হতে আমারপরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ট্রানজিট’। এটা আমার জন্য অনেক সম্মানের। আমার বিশ্বাস সেখানকার দর্শক কাজটি দেখে পছন্দ করবেন। সেখানে আমাদের দেশের মুখও উজ্জ্বল হবে।’

ঢাকা শহরের একজন সাধারণ সংগ্রামী মানুষের গল্প উঠে এসেছে এই শর্ট ফিল্মে। যে পেশায় একজন হকার।  তার স্বপ্ন একটাই, উন্নত জীবনের জন্য ইতালি যাওয়া। ইতালির ভিসার জন্য অপেক্ষা করতে থাকেন সে। এর মাঝে ঘটতে থাকে নানা ঘটনা।

শর্ট ফিল্মটির মূল চরিত্রে অভিনয় করেছেন জাহাঙ্গীর আলম। অন্যান্য চরিত্রে রয়েছেন শারমীন আঁখি, বৈদ্য নাথ সাহা প্রমুখ।

Advertisement
Share.

Leave A Reply