fbpx

ট্রাম্পকে অভিশংসিত করতে প্রস্তাব পাস

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে হামলা উস্কে দেয়ার অভিযোগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসিত করতে কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে উত্থাপিত প্রস্তাব পাস হয়েছে।

সংবাদমধ্যম সিএনএন এ খবর দিয়েছে। জানানো হয়েছে, হাউসে ২২৩-২০৫ ভোটে স্থানীয় সময় মঙ্গলবার রাতে প্রস্তাবটি পাস হয়।

এদিকে, কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পোলোসিকে লেখা চিঠিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেন, ‘প্রেসিডেন্টের আর মাত্র আট দিন মেয়াদ রয়েছে, এই সময়ে আপনারা চাইছেন, মন্ত্রিসভা ও আমি যেন ২৫তম সংশোধনী ব্যবহার করি। এটা আমাদের জাতীয় স্বার্থ ও সংবিধানসম্মত হবে বলে আমার মনে হচ্ছে না।’

পেন্স বলেন, ‘আমি মনে করি না, এই পথে এগিয়ে যাওয়ার মধ্যে আমাদের দেশের জন্য সর্বোচ্চ স্বার্থ রয়েছে।’

তিনি জানান, ট্রাম্পকে ক্ষমতা থেকে সরাতে ২৫তম সংশোধনী কার্যকর করবেন না। এটি ভয়ঙ্কর নজির তৈরি করবে।

Advertisement
Share.

Leave A Reply