fbpx

ট্রাম্পের অভিশংসন: সময় চান রিপাবলিকানরা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

যুক্তরাষ্ট্রের সিনেটে সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের অভিশংসন বিচার শুরু করতে ফেব্রুয়ারি পর্যন্ত সময় চাইছেন রিপাবলিকানরা। অভিশংসন মোকাবেলার প্রস্তুতি নিতে ট্রাম্পের জন্য এই সময় প্রয়োজন বলে জানান তারা।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায়, সিনেটে ডেমোক্র্যাট দলের নেতা চাক শুমার এ অনুরোধ বিবেচনা করে দেখছেন।

ডেমোক্র্যাটদের অনেকেই অভিশংসন বিচারে দেরির বিষয়টি সমর্থন করছেন। কারণ, এতে সিনেট মন্ত্রিসভার মনোনীত প্রার্থীদের নিয়োগ নিশ্চিত করতে আরও সময় পাবে। আবার অনেকে এর বিরোধীতা করে বলছেন, দেশকে সামনে এগিয়ে নিতে হলে অভিশংসন বিচার দ্রুত হওয়া জরুরি।

গত ৬ জানুয়ারি, নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের জয়ের স্বীকৃতির প্রক্রিয়া চলাকালে ইউএস ক্যাপিটল ভবনে ‘হামলা উস্কে দেওয়া’র অভিযোগে ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসন করে দেশটির প্রতিনিধি পরিষদ। এর মধ্য দিয়ে সিনেটে ট্রাম্পের বিচারের পথ সুগম হয়েছে। এই বিচার শেষে ভবিষ্যতে ট্রাম্পের প্রেসিডেন্ট পদে দাঁড়ানোও নিষিদ্ধ হয়ে যেতে পারে।

Advertisement
Share.

Leave A Reply