fbpx

ট্রেনে ঈদযাত্রা শুরু, প্রথম দিনেই শিডিউল বিপর্যয়

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

নাড়ীর টানে ঘরে ফিরতে শুরু করেছে মানুষ। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে ও স্বাচ্ছন্দ্যে যাত্রা করতে অনেকেই ট্রেনকে বেছে নেন।

বুধবার (২৭ এপ্রিল) ভোর কমলাপুর স্টেশন থেকে ট্রেনে ঘরে ফেরার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। তবে শুরুর দিনেই শিডিউল বিপর্যয় ঘটেছে। অনেক ট্রেনই নির্ধারিত সময়ে ছেড়ে যায় নি।

বুধবার ভোর ৬টায় রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেসের মাধ্যমে ঈদ যাত্রা শুরু হওয়ার কথা থাকলেও বেলা ১১টা পর্যন্ত ধূমকেতু স্টেশনে তার দেখা মেলেনি। পরে সিলেটগামী পারাবত এক্সপ্রেসের মাধ্যমে ৬টা ২০ মিনিটে ঈদযাত্রার আনুষ্ঠানিকতা সম্পন্ন করে রেল কর্তৃপক্ষ।

ট্রেনে করে প্রতিদিন ৫৩ হাজার যাত্রী রাজধানী ছাড়বেন বলে জানিয়েছে রেলওয়ে অধিদফতর।

নির্ধারিত সময়ে ট্রেন না ছেড়ে যাওয়ায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নারী-শিশুরা। যাত্রীরা জানান, ট্রেন ধরতে তারা ভোর থেকেই অপেক্ষা করছেন। কিন্ত শিডিউল বিপর্যয় ঘটায় রোজার মধ্যে তাদের অবস্থা নাজেহাল।

বুধবারও অনেকেই ট্রেনের টিকিট কাটতে স্টেশনে এসেছেন। তবে অন্যান্য দিনের তুলনায় এদিন ভিড় কম।

সকাল ৮টা থেকে পঞ্চম দিনের মতো ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। আজ ১ মে’র অগ্রিম টিকিট দেওয়া হচ্ছে। তবে টিকিট পেতে অনেকেই মঙ্গলবার সন্ধ্যা থেকেই স্টেশনে অপেক্ষা করেছেন।

Advertisement
Share.

Leave A Reply