fbpx

ঠাকুরগাঁওয়ে সড়কে প্রাণ গেলো বিআরটিএ কর্মকর্তার

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাসুদ রেজা বসুনিয়া নামে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) অফিসের এক কর্মকর্তা নিহত হয়েছেন।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (০৪ মার্চ) বিকালে জেলার পীরগঞ্জ উপজেলার গুয়াগা এলাকায় প্রাইভেট কারের চাঁকা বিকল হয়ে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাইভেটকারযোগে রানীশংকৈল উপজেলায় নানির বাড়িতে বেড়াতে যাওয়ার পথে হঠাৎ মাসুদ রেজার গাড়ির সামনের চাঁকা বিকল হয়ে যায়। এ সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান এ বিআরটিএ কর্মকর্তা।

নিহত মাসুদ রেজা বসুনিয়া নীলফামারী জেলার সৈয়দপুর পৌরসভার ১১ নং ওয়ার্ড নতুন বাবু পাড়া গ্রামের মৃত মশিউর রহমানের ছেলে। তিনি নীলফামারী জেলার বিআরটিএ অফিসে কর্মরত ছিলেন।

এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার সংবাদমাধ্যমকে বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, নিহত মাসুদ রেজা নীলফামারির বিআরটিএ অফিসের কর্মকর্তা ছিলেন। মরদেহ উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সেই গাড়িতে আগের দুজন ছিল তারাও আহত হয়েছেন। গাড়িটি থানায় নেয়া হয়েছে।’

Advertisement
Share.

Leave A Reply