fbpx

ডনবাস আবারও ইউক্রেনের হবে: জেলেনস্কি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

‘ডনবাস আবারও ইউক্রেনের হবে’ -বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার রাতে দেয়া এক ভাষণে এ কথা বলেন তিনি। সংবাদ মাধ্যম আল-জাজিরা এই তথ্য দিয়েছে।

প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ডনবাসের বর্তমান পরিস্থিতি ‘খুব কঠিন’। একই সাথে রুশ আগ্রাসন মোকাবিলায় ইউক্রেনের প্রতিরোধ জোরালো করার নির্দেশ দিয়েছেন তিনি।

এর এক দিন আগেই, রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা, ডনবাসের উত্তর-পূর্বাঞ্চলের কৌশলগত শহর লিম্যান পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছে বলে ঘোষণা দিয়েছিল।

লিম্যান শহর একটি গুরুত্বপূর্ণ রেল সংযোগস্থল। পুরো ডনবাস এলাকা নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করছে রাশিয়া। লিম্যান শহরের নিয়ন্ত্রণ সে লক্ষ্য অর্জনে বড় সাফল্য বলেই মনে করা হচ্ছে।

https://www.facebook.com/bbsbangla.news/videos/1020525288597007

Advertisement
Share.

Leave A Reply