fbpx

ডলারের আন্তব্যাংক রেট ১ টাকা বাড়ালো বাংলাদেশ ব্যাংক

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ডলারের আন্তব্যাংক রেট বা বিনিমিয়মূল্য আরও ১ টাকা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এক মাস আগে ডলারের বিনিময় হার ছিল ৯৫ টাকা। সোমবার থেকে সেটি ১ টাকা বাড়িয়ে ৯৬ টাকা করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক যে দামে ডলার বিক্রি করে, সেটিকে আন্তব্যাংক লেনদেনমূল্য বলা হয়। তবে কেন্দ্রীয় ব্যাংক ছাড়া এ দামে বর্তমানে কোনো ব্যাংকে ডলার মিলছে না।

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম বলেন, ‘সোমবার রিজার্ভ থেকে ৯৬ টাকায় ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক।’

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য ঘেঁটে দেখা যায়, এক বছরের ব্যবধানে আন্তব্যাংক মুদ্রাবাজারে ডলারের বিপরীতে টাকার মান কমেছে ১২ দশমিক ৬৭ শতাংশ।

এর আগে সোমবার প্রবাসী আয়, আমদানির ঋণপত্র নিষ্পত্তি ও রপ্তানি আয়ের ক্ষেত্রে নতুন দাম ঠিক করেন ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ অথরাইজড ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) নেতারা। প্রবাসী আয়ে ১০৮ টাকা, আমদানি দায় নিষ্পত্তিতে ১০৪ টাকা ৫০ পয়সা ও রপ্তানি আয়ের ক্ষেত্রে ডলারের দাম ৯৯ টাকা নির্ধারণ করা হয়।

Advertisement
Share.

Leave A Reply