fbpx

ডান হাতের ইনজুরিতে মুশফিক

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ক্রিকেট পাড়ায় ওপেন সিক্রেট। ঘন্টার পর ঘন্টা ঘাম ঝড়িয়ে মুশফিক করতে চান ব্যাটিংটা পারফেক্ট। বৃহস্পতিবারের নেট প্র‍্যাকটিস দিচ্ছে ভিন্ন বার্তা,বড় চিন্তায় ফেলতে পারে টিম ম্যানেজমেন্টকে।

মিরপুরের সেন্টার উইকেটে গুড লেন্থের বলে ডিফেন্স ঠিকঠাক,তবে মুশির রিঅ্যাকশনটায় পিক্সার ক্লিয়ার। ডান হাতের আঙ্গুলে গড়বড়, বল ব্যাটে কানেকশন হতেই টেরটা পাচ্ছেন,ব্যথায় কাতরাচ্ছেন।

প্রশ্নটা ওখানেই, কাঁধের ইনজুরির কথা বলে নিউজিল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজে মুশিকে খেলায়নি বিসিবি। অথচ, দেশে ফিরে ঐচ্ছিক অনুশীলনে দেখা মিলেছে ভিন্ন ছবি। কাঁধ থেকে ব্যথা কি চলে এসেছে ডান হাতে? নাকি এটা নতুন ইনজুরি?

ঘটনা কি? মুশফিকের অবস্থা জানতে, বিসিবি’র মেডিকেল ইউনিটের বেশ কজনের সাথে যোগাযোগ করেও মেলেনি কোনো সদুত্তর। ডাক্তার কিংবা ফিজিও’রা নিশ্চুপ। লংকায় নিশ্চুপ হলে চলবে না ক্রিকেটারদের ব্যাট। প্রশ্নের উত্তর ঠিকভাবে না দিতে পারলে শুন্য পয়েন্টেই শেষ করতে হবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ।

সাম্প্রতিক নানা ঘটনায়,দ্বীপদেশে টাইগারদের পরীক্ষাটা বড়। একুশে এপ্রিল প্রথম টেস্টের আগে দলের সেরা ব্যাটসম্যানের ইনজুরি আর ফর্ম নিয়ে শংকাটাও কম বড় নয়। নেটে ঘন্টাখানেক থ্রো ডাউনে বেশ কবার আউটও হয়েছেন, মুশির সেই সলিড ব্যাটিংটাইতো মিসিং। ইনজুরির কারণেই হয়তো সামর্থ্যের পুরোটা দিতে পারছেন না।

Advertisement
Share.

Leave A Reply