fbpx

ডায়াবেটিস গবেষণায় বাংলাদেশের নতুন সাফল্য

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

একটি পরিসংখ্যান বলছে, শীর্ষ ১০ ডায়াবেটিস সংখ্যাধিক্য দেশের মধ্যে দশম স্থানে রয়েছে বাংলাদেশ। প্রতিদিনই বাড়ছে এই রোগের ঝুঁকি ও রোগীর সংখ্যা।

তাই তো রোগটি নিয়ে প্রতিনিয়তই গবেষণা করে যাচ্ছেন বাংলাদেশের বিজ্ঞানীরা। নতুন খবর হচ্ছে বাংলাদেশের কয়েকজন বিজ্ঞানী ডায়াবেটিস হওয়ার নতুন একটি কারণ আবিষ্কার করেছেন।

ডায়াবেটিস গবেষণায় বাংলাদেশের নতুন সাফল্য

বুধবার ২৩ মার্চ ঢাকার বারডেম হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই আবিষ্কারের তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, ডায়াবেটিসের নতুন যে কারণ আবিষ্কার করা হয়েছে, সেটি হলো আইএপি (ইন্টেস্টিনাইল অ্যালকেলাইন ফসফেটাস) কমে যাওয়া। আর আইএপি কমে যাওয়া ডায়াবেটিসের অন্যতম প্রধান কারণ।

এই প্রজেক্টের মূল গবেষক মধু এস মালো সাংবাদিকদের জানান, গত ৫ বছরে ৩০ থেকে ৬০ বছর বয়সী ৫৭৪ জন মানুষের ওপর গবেষণা করে এই নতুন কারণ সম্পর্কে জানা গেছে। ব্রিটিশ মেডিকেল জার্নালে গবেষণা পত্রটি এরই মধ্যে ছাপা হয়েছে।

আবিষ্কারের এ বিষয় ডায়াবেটিস প্রতিরোধ ও চিকিৎসায় বড় ভূমিকা রাখবে বলে আশা করছেন বিজ্ঞানীরা।

Advertisement
Share.

Leave A Reply