fbpx

ডিজিটাল নিরাপত্তা আইনে খুলনার সাংবাদিক গ্রেফতার

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় খুলনায় আবু তৈয়ব নামের এক সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে। তিনি বেসরকারি টিভি চ্যানেল এনটিভির খুলনা ব্যুরোর প্রধান হিসেবে কাজ করতেন।

মঙ্গলবার (২০ এপ্রিল) রাত ১০টার দিকে খুলনার নূরনগর এলাকায় নিজ বাসা থেকে তাঁকে গ্রেফতার করে সদর থানার পুলিশ।

মঙ্গলবার বিকেল চারটার দিকে খুলনা সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি তালুকদার আবদুল খালেক তাঁর বিরুদ্ধে খুলনা সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়রের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার করার অভিযোগে তৈয়বের বিরুদ্ধে মামলা করা হয়।

গ্রেফতার প্রসঙ্গে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম বলেন, ‘খুলনার মেয়র তালুকদার আবদুল খালেকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গতকাল বিকেলে ডিজিটাল নিরাপত্তা আইনে আবু তৈয়বের নামে মামলা হয়। সেই মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে।‘

এদিকে তালুকদার আবদুল খালেক বলেন, কয়েক দিন ধরে আবু তৈয়ব তাঁর বিরুদ্ধে দুর্নীতির মিথ্যা খবর প্রচার করেছেন। এতে তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক ভাবমূর্তি ও সুনাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এজন্য তিনি মামলাটি করেছেন।

Advertisement
Share.

Leave A Reply