fbpx

‘ডেব্বো’ আর নেই

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

জনপ্রিয় মার্কিন অভিনেতা টমি লিস্টার জুনিয়র আর নেই। গত ১০ ডিসেম্বর (বৃহস্পতিবার) কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে তিনি মারা যান। অভিনয়ের সঙ্গে কদাচিত প্রফেশনাল রেসলিংয়ের সঙ্গেও যুক্ত ছিলেন টমি। তিনি ‘ফ্রাইডে’ সিনেমার জন্য ‘ডেব্বো’ নামে অধিক পরিচিত। ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৯৫ সালে।

৬২ বছর বয়সে টমির এই প্রয়াণ। তাঁর মৃতদেহ বৃহস্পতিবার দুপুরে নিজ অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার করা হয়। ব্রান্ডন জে’র রেডিও শো’তে এই অভিনেতার দেওয়া সাক্ষাৎকারের ছোট্ট একটি ক্লিপ প্রকাশ করা হয়েছিল। যেখানে তাঁর কন্ঠে মৃত্যুর আগ পর্যন্ত আশা জিইয়ে রাখার আভাস পাওয়া যায়।

অভিনেতা টমি লিস্টার জুনিয়র তাঁর শেষ ইন্টারভিউটি দেন মৃত্যুর কয়েকদিন আগে। তখন তাঁর শরীরে করোনা ভাইরাসের লক্ষণ ছিল। এই অভিনেতা জানিয়েছিলেন, তিনি কোভিড-১৯ এর পরীক্ষামূলক ভ্যাকসিন নিতে প্রস্তুত।

টমি বলেছিলেন, “তারা ভ্যাকসিন পেয়েছে…কয়েক মাস পর থেকেই দেবে এবং আমি এটা নিতে যাচ্ছি।” তাঁর এ প্রত্যাশা সত্য হয়নি। থামানো যায়নি তাঁর অদেখা ভুবনে যাত্রা। টমি ভক্তরা তাই শোকহত প্রিয় তারকাকে হারিয়ে।

Advertisement
Share.

Leave A Reply