fbpx

ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন শুরু

Pinterest LinkedIn Tumblr +
Advertisement
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন বিচার এগিয়ে যাওয়ার পক্ষে ভোট দিয়েছে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট।
মঙ্গলবার ভোটাভুটিতে বিচার কার্যক্রম নিয়ে এগিয়ে যাওয়ার পক্ষে ভোট দিয়েছেন ৫৬ জন সিনেটর। আর বিপক্ষে ভোট দিয়েছেন ৪৪ জন। এর মাধ্যমে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের কোনো সাবেক প্রেসিডেন্ট অভিশংসন বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই তথ্য দিয়েছে।
ট্রাম্পকে বিচারের মুখ থেকে সরিয়ে রাখতে মরিয়া ছিলেন তার আইনজীবীরাও। তারা দাবি করেন যেহেতু ট্রাম্প হোয়াইট হাউস ছেড়েছেন, তাই তিনি অভিশংসন বিচারের সম্মুখীন হতে পারেন না। তবে আইনজীবীদের দাবি নাকচ করে দিয়েছেন সিনেট।
এর আগে, ইউএস ক্যাপিটাল ভবনে হামলা উস্কে দেয়ার অভিযোগে আনা হয় ট্রাম্পের বিরুদ্ধে। ৬ জানুয়ারি ওই ঘটনার ১৪ দিন পর প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা ছাড়েন তিনি।
যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত অভিশংসিত তিন প্রেসিডেন্টের মধ্যে একজন ডোনাল্ট ট্রাম্প। দেশটির ইতিহাসের একমাত্র প্রেসিডেন্ট, যিনি এক মেয়াদে দুইবার অভিশংসিত হয়েছেন।
Advertisement
Share.

Leave A Reply