fbpx

ড্রয়ের পথে পাল্লেকেল টেস্ট

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

পাল্লেকেল টেস্টের চতুর্থ দিনে লাঞ্চ বিরতির আগ পর্যন্ত উইকেটের দেখা পায়নি বাংলাদেশ। পুরো একদিন উইকেটে কাটিয়ে ২৪৭ বল খেলে শতক তুলে নিয়েছেন শ্রীলঙ্কান ওপেনার দিমুথ করুণারত্নে। ধৈর্যশীল ব্যাটিংয়ে নিজ ক্যারিয়ারের ১১তম শতকের দেখা পেয়েছেন তিনি। উইকেটে দিমুথ করুণারত্নকে ভালো সঙ্গ দিয়ে যাচ্ছেন ধনাঞ্জয়া ডি সিলভা, ৭৪ রানে অপরাজিত রয়েছেন লংকান এই ব্যাটসম্যান।

ড্রয়ের পথে পাল্লেকেল টেস্ট

ছবি: সংগৃহীত

চতুর্থ দিনে এসেও উইকেটের কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি। ব্যাটিং সহায়ক উইকেটে অনেকটা অসহায় বোলাররা। তবুও রানের সহজ সুযোগ না দিয়ে লংকান ব্যাটসম্যানদের জন্য কাজটা কঠিন করে তোলার চেষ্টা করছে টাইগার বোলাররা।

এখনো বাংলাদেশের চেয়ে ২১০ রানে পিছিয়ে আছে স্বাগতিকরা, হাতে আছে ৭ উইকেট। সব মিলে নিশ্চিত ড্র’র দিকেই এগুচ্ছে পাল্লেকেলে টেস্ট। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে লংকানদের সংগ্রহ ৩ উইকেটে ৩৩১ রান। উইকেটে দুই সেট ব্যাটসম্যান দিমুথ করুণারত্ন ( ১৩৯*) ও ধনাঞ্জয়া ডি সিলভা (৭৪*) রানে অপরাজিত আছেন।

Advertisement
Share.

Leave A Reply