fbpx

ঢাকার কাছে পাত্তাই পেল না বরিশাল

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বিপিএলের নবম আসরে নিজেদের তৃতীয় জয় তুলে নিল ঢাকা ডমিনেটরস, ফরচুন বরিশালকে তারা হারিয়েছে ৫ উইকেটে।

বরিশালের দেয়া ১৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করেন দুই ঢাকা ওপেনার মোহাম্মদ মিথুন এবং সৌম্য সরকার। একের পর এক বাউন্ডারি হাকিয়ে বরিশালের বোলারদের তুলোধুনো করতে থাকেন এই দুই ব্যাটার। দুইজনে মিলে গড়েন ৪৫ বলে ৭৪ রানের পার্টনারশিপ।

এরপর দলীয় ৭৪ রানের মাথায় সৌম্য (৩৭) আউট হলেও দ্রুত গতিতে রান করার দায়িত্ব নিজ কাঁধে তুলে নেন উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ মিথুন (৫৪)। দলীয় ১০৩ রানে মিথুন আউট হলেও জয় অনেকটা সহজই করে দিয়ে যান ঢাকার ব্যাটারদের জন্য। এরপর শেষের দিকে এক ওভারে টানা দুই উইকেট পড়লেও তা জয়বঞ্চিত হতে দেয়নি ঢাকাকে।

বরিশালের পক্ষে সাকিব আল হাসান নিয়েছেন সর্বোচ্চ দুইটি উইকেট।

এর আগে, টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বরিশাল। শুরুটা অবশ্য ভালোই করেছিল দুই ওপেনার এনামুল হক বিজয় এবং সাইফ হাসান। তবে রানের চাকা সচল থাকলেও রান তোলার গতি তেমন বেশি ছিল না। দলীয় ৬৬ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে বরিশাল। সাকিব আল হাসান, ইফতিখার আহমেদ কিংবা ইব্রাহীম জাদরান কেউই দুই অঙ্কের ঘরে পৌছাতে পারেননি। দলীয় ৯২ রানে সেট ব্যাটার বিজয় (৪২) আউট হলে আরও চাপে পড়ে বরিশাল।

তবে এরপর দলের হাল ধরেন অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ। বরিশালের ব্যাটিং বিপর্যয়ের মধ্যে রিয়াদ খেলেন ২৭ বলে ৩৯ রানের এক দুর্দান্ত ইনিংস। দলীয় ১৩৪ রানে রিয়াদ আউট হলেও করিম জানাতের ১৭ রানের ক্যামিওতে ১৫৬ রানের লড়াকু পুঁজি পায় বরিশাল। ঢাকার হয়ে আমির হামজা নেন দুটি উইকেট।

Advertisement
Share.

Leave A Reply