fbpx

ঢাকায় কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ টিকাদান কাল

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ঢাকা মহানগর ও ঢাকার সব জেলায় আগামীকাল সোমবার (২ আগস্ট) থেকে শুরু হচ্ছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার (কোভিশিল্ড) দ্বিতীয় ডোজ টিকাদান কর্মসূচি। আর তা সারাদেশে দেওয়া শুরু হবে আগামী ৭ আগস্ট থেকে।

আজ রবিবার (১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক চিকিৎসক শামসুল হক এক অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান।

শামসুল হক বলেন, যে কেন্দ্র থেকে প্রথম ডোজ টিকা নেওয়া হয়েছে, দ্বিতীয় ডোজ টিকাও একই কেন্দ্র থেকে নিতে হবে। দ্বিতীয় ডোজের জন্য এরইমধ্যে যারা এসএমএস পেয়েছেন, অথচ টিকা পাননি, তারা টিকাকেন্দ্রে গিয়ে আগের এসএমএস দেখিয়ে দ্বিতীয় ডোজ টিকা নিতে পারবেন।

তিনি আরও বলেন, যারা প্রথম ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন, দ্বিতীয় ডোজ টিকা তারা কোনোভাবেই অন্য কোনো কোম্পানির নেবেন না। এতে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকতে পারে।

এ সময় শামসুল হক নির্ধারিত সময়ে সবাইকে দ্বিতীয় ডোজ টিকা দিতে না পারায় দুঃখ প্রকাশ করেন। তিনি জানান, সারা দেশে ১৫ লাখ ২১ হাজার ২৪৭ জন মানুষ অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ টিকা পাননি।

এরইমধ্যে, জাপান থেকে কোভ্যাক্সের আওতায় ১০ লাখ ২৬ হাজারের বেশি টিকা এসেছে। আরও ছয় লাখ টিকা আগামী ৩ আগস্ট দেশে আসার কথা রয়েছে।

Advertisement
Share.

Leave A Reply