fbpx

ঢাকায় পৌঁছেছে চীন থেকে আসা সিনোফার্মের ৫৪ লাখ টিকা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

চীন থেকে আরও ৫৪ লাখ ১ হাজার ৩০০ ডোজ সিনোফার্মের টিকা বাংলাদেশে এসে পৌঁছেছে। শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে বাংলাদেশ এয়ারলাইনসের ড্রিমলাইনার-৭৮৭ বিমানটি টিকা নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

স্বাস্থ্য অধিদপ্তরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্যসচিব ডা. শামসুল হক বিমানবন্দর থেকে এই টিকা গ্রহণ করেন।

এর আগে ঢাকায় চীনের উপরাষ্ট্রদূত হ্যালং উয়ান নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্ট দিয়ে টিকা আসার বিষয়টি নিশ্চিত করেন। তিনি তাঁর ওয়ালে লিখেন, ‘চীন সব সময়ই সাপ্লাই নিয়মিত রাখতে প্রতিজ্ঞাবদ্ধ।’

এদিকে শুক্রবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এক অনুষ্ঠানে বলেছেন, ‘প্রতি সপ্তাহে আমরা চীন থেকে ৫০ লাখ ডোজ টিকা পাওয়ার একটি শিডিউল পেয়েছি। যেমন ধরেন, শনিবার ৫০ লাখ টিকা আসবে। এভাবে এ মাসের চার সপ্তাহে চারটি চালান আসার কথা রয়েছে। এভাবে সপ্তাহে ৫০ লাখ করে টিকা আসবে আগামী নভেম্বর পর্যন্ত।’

চীনের সঙ্গে সাড়ে সাত কোটি করোনাভাইরাস প্রতিরোধী টিকা কেনার চুক্তি করেছে বাংলাদেশ। এর মধ্যে এখন পর্যন্ত চীনের কাছ থেকে বাংলাদেশ কেনা, উপহার ও কোভ্যাক্সের মাধ্যমে ২ কোটি ৪৫ লাখ  ৬৫ হাজার ৭৫০ ডোজ টিকা পেয়েছে। যার মধ্যে উপহার হিসেবে ২১ লাখ ও কোভ্যাক্সের মাধ্যমে এসেছে ৩৪ লাখ ৭১ হাজার ৬০০ ডোজ। আর বাকি যে টিকা এসেছে বাংলাদেশে, সেগুলো সরকার চীনের কাছ থেকে কিনেছে।

Advertisement
Share.

Leave A Reply