fbpx

ঢাকায় বাড়ছে করোনায় মৃত্যুর সংখ্যা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ঢাকায় প্রতিদিন বাড়ছে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান ৩৬ জন যার মধ্যে ঢাকা বিভাগের আছেন ৬ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে দেশে কারোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা ৬ হাজার ৫৮০ জন। এর মধ্যে ৩ হাজার ৫১৭ জন ঢাকা বিভাগের।

এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১ হাজার ৯০৮ জনের দেহে ভাইরাসটির সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৪ লাখ ৬০ হাজার ৬১৯-তে।

২৮ নভেম্বর শনিবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে দেশের ১১৮টি ল্যাবের তথ্য জানিয়ে বলা হয়, গেল ২৪ ঘণ্টায় (সকাল ৮টা পর্যন্ত) নমুনা সংগ্রহ হয়েছে ১৩ হাজার ৭১৮টি। আগের কিছু নমুনাসহ মোট পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ১২টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ২৭ লাখ ৪৩ হাজার ৫৯২টি।

গেল ২৪ ঘণ্টায় আরো ২ হাজার ২০৯ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৭৫ হাজার ৮৮৫-তে।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার ১৩ দশমিক ৬২ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৭৯ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮১ দশমিক ৬০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।

Advertisement
Share.

Leave A Reply