fbpx

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আজ(১৬ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বিকাল ৪টায় উৎসবের উদ্বোধন করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মুরাদ হোসেন এবং বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশনার বিক্রম কে দোরাইস্বমী। এছাড়া বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। মুজিববর্ষে, উৎসবের ১৯তম এই আসর উৎসর্গ করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে৷

‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’– এ প্রতিপাদ্য সামনে রেখে শুরু হচ্ছে এই চলচ্চিত্র উৎসব।

বৃহস্পতিবার ঢাকা ক্লাবে এক সংবাদ সম্মেলনে রেইনবো চলচ্চিত্র সংসদ আয়োজিত চলচ্চিত্র উৎসবের বিভিন্ন দিক তুলে ধরেন উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল৷

৯ দিনব্যাপী এই উৎসবে বাংলাদেশসহ ৭৩ দেশের ২২৭টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। এর মধ্যে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের সংখ্যা ১০৭টি, স্বল্পদৈর্ঘ্য ও ‘স্বাধীন’ চলচ্চিত্রের সংখ্যা ১২০টি।

উৎসবে বাংলাদেশের চলচ্চিত্র থাকছে ৪১টি, যার মধ্যে ৩৩টি স্বল্পদৈর্ঘ্য এবং আটটি পূর্ণদৈর্ঘ্য।

 

Advertisement
Share.

Leave A Reply