fbpx

ঢাকা-আশুলিয়া সড়কে যানজট, বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বৃষ্টি ও সকালে ট্রাক উল্টে যাওয়ায় উত্তরা থেকে আশুলিয়া সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এর কারণে বিকল্প সড়ক ব্যবহারের জন্য যানবাহন চালকদের অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

৬ জুলাই (বুধবার) বেলা ১১ টার দিকে মহানগর পুলিশ এক বার্তায় এ অনুরোধ জানায়। এতে বলা হয়,  ঢাকা-আশুলিয়া রোডে বৃষ্টির কারণে গাড়ির ধীর গতি এবং প্রচণ্ড যানজট হচ্ছে। ওই রাস্তা ব্যবহারকারীদের বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য অনুরোধ করা হল।

ট্রাফিক পুলিশের উপ কমিশনার (উত্তরা) সাইফুল হক জানান, ভোর সাড়ে ৪টার দিকে আশুলিয়া ও ধউর এলাকার মাঝামাঝি একটি মালবোঝাই ট্রাক উল্টে যায়। সেটা সরাতে সকাল সাড়ে ৯টা বেজে যায়। এতে দুই দিকে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। তাছাড়া বৃষ্টির কারণে রাস্তার একটি অংশ দিয়ে চলাচল সম্ভব না হওয়ায় দুই দিকেই গাড়ির জট লেগে গেছে। ঢাকা জেলা পুলিশ এবং আমরা চেষ্টা করছি পরিস্থিতি স্বাভাবিক করতে।

Advertisement
Share.

Leave A Reply