fbpx

ঢাকা ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটির আলোকচিত্র প্রদর্শনী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদ এবং মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের স্মরণে ঢাকা ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটি (ডিইউপিএস) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসিতে) একটি আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে।

উক্ত আলোকচিত্র প্রদর্শনীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণা, অপারেশন সার্চলাইট ও নয়মাস ব্যাপী গণহত্যা, মুক্তিযুদ্ধকালীন বিভিন্ন গুরুত্বপূর্ণ অপারেশন, বিদেশী বন্ধুদের অবদান, সম্প্রতি স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মাইনুল হোসেন, ঢাকাবিশ্ববিদ্যালয়ের শহীদ শিক্ষকসহ মুক্তিযুদ্ধের ১০০টি আলোকচিত্র প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনীটি ২৭ মার্চ, সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত চলবে।

শনিবার সন্ধ্যা ৬ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান আলোকচিত্র প্রদর্শনীটির উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. দেবপ্রসাদ দাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক সৈয়দ আলী আকবর, ঢাকা ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি রজত পাল, সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান এবং সংগঠনের অন্যান্য সদস্য, টিএসসির কর্মকর্তা-কর্মচারী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

Advertisement
Share.

Leave A Reply