fbpx

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ জানুয়ারি দুপুরে অন্তত ১০ কিলোমিটারজুড়ে যানজট তৈরি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, কালিয়াকৈরের খারাজোড়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফ্লাইওভারের নির্মাণ কাজ চলছে। ফলে চার লেনের মহাসড়কে এখন দুই লেন চালু থাকায় এই যানজট দেখা দিয়েছে।

কালিয়াকৈর থানার ভারাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, চন্দ্রা মোড়ে যানজট নেই। তবে খারাজোড়া থেকে টাঙ্গাইলের দিকে ১০ কিলোমিটার সড়কে যানজট আছে।

যানজন কমাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চারটি পয়েন্ট হাইওয়ের পুলিশের টিম কাজ করছে বলে জানান খোলাই হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন।

Advertisement
Share.

Leave A Reply