fbpx

ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের ‘স্মৃতির বিজয়’

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ ১৪-১৬ ডিসেম্বর মহানমুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ ও বিজয় দিবস উদযাপনের আয়োজন করছে। ‘স্মৃতির বিজয়’ শীর্ষক তিন দিনব্যাপী এ আয়োজনে থাকছে প্রদীপ প্রজ্জ্বলন, বুদ্ধিজীবী পরিবারের সদস্যদের স্মৃতিচারণ, মৌলবাদ বিরোধীবিজয় আর্ট ক্যাম্প, ফানুস উড্ডয়ন, উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন।

সংগঠনটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ ১৪-১৬ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ ও বিজয় দিবস উদযাপনের আয়োজন করছে । ‘স্মৃতির বিজয়’ শীর্ষক তিন দিনব্যাপী এ আয়োজনে থাকছে প্রদীপ প্রজ্জ্বলন, বুদ্ধিজীবী পরিবারেরসদস্যদের স্মৃতিচারণ, মৌলবাদ বিরোধী বিজয় আর্ট ক্যাম্প, ফানুস উড্ডয়ন, উন্মুক্ত চলচ্চিত্রপ্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজন।

১৪ ডিসেম্বর, সোমবার সন্ধ্যা ছয়টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্মৃতিফলক স্মৃতি চিরন্তনে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন করা হবে। এ বছর কোভিড ১৯ মহামারির কারণে শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যদের স্মৃতিচারণ অনুষ্ঠানটি রাত ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের ফেসবুক ও ইউটিউব প্ল্যাটফর্মে আয়োজিত হবে।

এছাড়াও ১৫ ডিসেম্বর, মঙ্গলবার বিকাল ৫টায় শুরু হবে চিত্র শিল্পীদের অংশগ্রহণে মৌলবাদ বিরোধী বিজয় আর্ট ক্যাম্প। এদিন উগ্র মৌলবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক প্রতিবাদ হিসেবে ' আমার ভাস্কর্য' শিরোনামে উন্মুক্ত ভাস্কর্য নির্মাণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। বিজয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু স্মরণে থাকছে বিশেষ ইন্সটলেশন। সন্ধ্যা ৭ টায় থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র প্রাঙ্গণে ফানুস উড্ডয়নসহ নানা আয়োজন। পাশাপাশি, ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে সন্ধ্যা ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র প্রাঙ্গণে মুক্তিযুদ্ধভিত্তিক উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

ড. মোহাম্মদ তৌহিদুল আনোয়ার ডিইউএফএস এর প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা। এর বর্তমান উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর আ আ ম স আরেফিন সিদ্দিক। বর্তমান সভাপতি মীর রেজওয়ান মাহমুদ তন্ময়। 

ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের বিভিন্ন কার্যক্রমগুলোর মধ্যে আছে- ‘চলচ্চিত্র উৎসব’, ‘ওয়ার্ল্ড ফিল্ম ম্যানিফেস্টিশন প্রোগ্রাম(ডব্লিউএফএমপি)’, ‘প্রকাশনা’, ‘পাঠচক্র’, ‘পাঠাগার কর্মসূচি’, ‘সেমিনার’, ‘ওয়ার্কশপ’, ‘যৌথ আয়োজন’, ‘জাতীয় ও আন্তর্জাতিক দিবসসমূহ পালন’।

Advertisement
Share.

Leave A Reply