fbpx

ঢাবিতে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষের কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুন) সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সাতটি বিভাগে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

‘খ’ ইউনিটে এবার মোট আবেদন করেছিলেন ৫৮ হাজার ৫৫১ জন শিক্ষার্থী। ১ হাজার ৭৮৮টি আসন সংখ্যার বিপরীতে সে হিসেবে আসনপ্রতি লড়ছেন ৩৩ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

এর আগে শুক্রবার ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হয়। সেখানে মোট আবেদনকারী ছিলেন ৩০ হাজার ৭১৯ জন। আর এই ইউনিটে আসনসংখ্যা ছিল ৯৩০টি।

পরীক্ষা শেষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী গণমাধ্যমকে জানান, এবারের পরীক্ষায় প্রায় ৯৮ শতাংশ পরীক্ষার্থী উপস্থিত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় জানিয়েছে, বিজ্ঞান অনুষদভুক্ত ক-ইউনিটের ভর্তি পরীক্ষা ১০ জুন (শুক্রবার), সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষা ১১ জুন (শনিবার) এবং চারুকলা অনুষদভুক্ত চ-ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) ১৭ জুন (শুক্রবার) অনুষ্ঠিত হবে।

Advertisement
Share.

Leave A Reply