fbpx

ঢাবিতে থাকছে না ‘ঘ ইউনিট’

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগ পরিবর্তন ইউনিট ‘ঘ’ ইউনিট থাকছে না বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির বিশেষ এক সভায় ‘ঘ’ ইউনিট না রাখার সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়।

ডিনস কমিটির সেই সভা শেষে উপাচার্য অধ্যাপক ড. মো আখতারুজ্জামান বলেন, ‘ঘ’ ইউনিট কমানোর সিদ্ধান্ত হয়েছে৷ এর ফলে পরীক্ষার বোঝা ও ভোগান্তি কমবে। এখন কৌশল বের করতে হবে কীভাবে শিক্ষার্থীরা নিজেদের অধ্যয়ন ক্ষেত্র পরিবর্তন করতে পারেন। এই নীতি ও কৌশল বের করতে পারলে আমরা একটি পরীক্ষার বোঝা কমাতে পারব৷

কলা অনুষদের ডিন অধ্যাপক আবদুল বাছিরকে প্রধান করে একটি সাব-কমিটি করা হয়েছে। এই ইউনিটে ভর্তি পরীক্ষা না হওয়ার কারণে ঢাকা বিশ্ববদ্যালয়ে আসন সংখ্যা কমলো ১ হাজার ১৫টি।

Advertisement
Share.

Leave A Reply