fbpx

ঢাবিতে ভর্তির আবেদন শেষ হবে আজ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন আজই শেষ হচ্ছে। এরই মধ্যে তিন লাখের বেশি ভর্তিচ্ছু শিক্ষার্থী ঢাবিতে ভর্তির আবেদন করেছেন।

গত ৮ মার্চ থেকে অনলাইনে ভর্তির আবেদনের কার্যক্রম শুরু হয়। আজ ৩১ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিসের তথ্যমতে, ২৯ মার্চ পর্যন্ত ‘ক’ ইউনিটে ১ লাখ ১৯ হাজার, ‘খ’ ইউনিটে ৪৫ হাজার, ‘গ’ ইউনিটে ২৬ হাজার, ‘ঘ’ ইউনিটে ১ লাখ ১৪ হাজার এবং ‘চ’ ইউনিটে ১৯ হাজার ৮০০টি আবেদন জমা পড়েছে ।

কারিগরি জটিলতার কারণে ভর্তি আবেদন তিনদিন বন্ধ ছিল। কিন্তু তা সত্ত্বেও ৫টি ইউনিটে মোট আবেদন পড়েছে ৩ লাখ ১৯ হাজার। যেখানে ২০১৯-২০ শিক্ষাবর্ষে পাঁচটি ইউনিটে মোট শিক্ষার্থী ভর্তির আবেদন করেছিল ২ লাখ ৭৬ হাজার ৩৯১ জন।

শিক্ষার্থীরা আগামী ৮ এপ্রিল পর্যন্ত যে কোনো বিষয় সংশোধন করতে পারবেন। তবে নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন প্রক্রিয়া শেষ করতে হবে। এরপর কোনো আবেদন গ্রহণ করা হবে না বলেও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।

Advertisement
Share.

Leave A Reply