fbpx

ঢাবির শতবর্ষপূর্তিতে ‘থিম সং’ আহ্বান

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ‘থিম সং’ তৈরির পরিকল্পনা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গানটি প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচন করা হবে বলে জানায় তাঁরা।

এরই মধ্যে কর্তৃপক্ষ বাংলাদেশের নাগরিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীদের থেকে থিম সং আহ্বান করেছে। তবে থিম সংটি অবশ্যই একটি পূর্ণাঙ্গ গান হতে হবে।

মঙ্গলবার (২৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

সেখানে বলা হয়েছে, যেকোনো সুরকার, গীতিকার ও শিল্পী সম্মিলিতভাবে অথবা যে কেউ এককভাবে এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। গানের মধ্যে অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ঐতিহ্য, ইতিহাস এবং সমাজ ও দেশে অবদানের বিষয় উল্লেখ বা আভাস থাকতে হবে।

আগামী ৩১ মের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস, প্রশাসন-৩ শাখায় থিম সং ([email protected]) জমা দিতে হবে।

Advertisement
Share.

Leave A Reply