fbpx

ঢাবি উপাচার্যের সঙ্গে বৃটিশ কাউন্সিল কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বৃটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর টম মিসিওসিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। বুধবার (১০ আগস্ট) সকালে ঢাবি উপাচার্যের কার্যালয়ে তারা সাক্ষাৎ করেন। এসময় বৃটিশ কাউন্সিলের ফ্যাসিলিটিজ ও সিকিউরিটি শাখার প্রধান তওফিক ওয়াহিদ তার সঙ্গে ছিলেন।

সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে চলতি বছর নভেম্বর মাসে লন্ডনে একটি সম্মেলন আয়োজনের ব্যাপারে আলোচনা করেন।

উল্লেখ্য, Her Royal Highness Princess Anne Elizabeth Alice Louise- এই সম্মেলন উদ্বোধন করবেন বলে আশা করা যাচ্ছে। এছাড়া, আগামী নভেম্বর মাসের শেষ সপ্তাহে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় বৈশ্বিক উচ্চশিক্ষা বিষয়ক উপাচার্যদের সম্মেলনে যোগদানের জন্য বৃটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আমন্ত্রণ জানান। এই আমন্ত্রণের জন্য উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বৃটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টরকে ধন্যবাদ দেন।

Advertisement
Share.

Leave A Reply