fbpx

ঢাবি শিক্ষক ড. তসলিম সাজ্জাদ মল্লিক আর নেই

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. তসলিম সাজ্জাদ মল্লিক (৪৭) মারা গেছেন। বুধবার (২৭ জানুয়ারি) সকালে রাজধানীর মিরপুরে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

শোক বার্তায় উপাচার্য বলেন, অধ্যাপক ড. তসলিম সাজ্জাদ মল্লিক ছিলেন একজন জৈব-পরিসংখ্যান বিশেষজ্ঞ ও গবেষক। শিক্ষার্থীদের কাছে তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয়। অসময়ে তার মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারে এক অপূরণীয় ক্ষতি সাধিত হল। পরিসংখ্যান শিক্ষা প্রসার ও গবেষণায় অসামান্য অবদানের জন্য গুণী এই পরিসংখ্যানবিদ স্মরণীয় হয়ে থাকবেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

অধ্যাপক ড. তসলিম সাজ্জাদ মল্লিকের বাবা অধ্যাপক শাহাদাৎ আলী মল্লিকও ঢাকা বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগের সাবেক শিক্ষক ও পরিসংখ্যানবিদ।

Advertisement
Share.

Leave A Reply