fbpx

তদন্ত প্রতিবেদনে মুশতাক আহমেদের মৃত্যু স্বাভাবিক: স্বরাষ্ট্রমন্ত্রী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

কাশিমপুর কারাগারে বন্দি অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যু স্বাভাবিকভাবেই হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

৪ঠা মার্চ বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাকে একথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সব তদন্ত কমিটি মুশতাক আহমেদের মৃত্যু স্বাভাবিকভাবে হয়েছে বলে রিপোর্ট দিয়েছে। ২৫ ফেব্রুয়ারি বাথরুমে অজ্ঞান হয়ে পড়লে তাকে জেল হাসপাতালে নেওয়া হয়। পরে শহীদ তাজউদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানেই মৃত্যু হয় মুশতাকের। সুরতহাল রিপোর্টে মুশতাকের শরীরে কোন আঘাতের চিহ্ন ছিলো না বলেও জানান মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পোস্টমর্টেম রিপোর্ট এলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। তবে এ পর্যন্ত যে তদন্ত প্রতিবেদনগুলি এসেছে, তার মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন, গাজীপুর ডিসি ও কারা কর্তৃপক্ষের তিনটি তদন্ত প্রতিবেদনেই লেখক মুশতাকের  স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। 

তিনি আরও বলেন, প্রতিবেদনে কারো কোনও অনিয়ম বা গাফিলতির তথ্য পাওয়া যায়নি। এরপরেও যদি পোস্টমর্টেম রিপোর্টে নতুন কোন তথ্য আসে, গণমাধ্যমকে জানানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

Advertisement
Share.

Leave A Reply