fbpx

তমালের ভালোবাসা দিবসের নাটক

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

তরুণ নির্মাতা রাইসুল তমাল নির্মাণ করেছেন ভালোবাসা দিবসের বিশেষ নাটক ‘বাসায় কি মানবে?’।

অনামিকা মন্ডলের রচনায় এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, ফারহান আহমেদ জোভান, তাসনিয়া ফারিণ, শামীমা নাজনিন, ফখরুল বাসার মাসুম, তন্নি আশরাফ, শাফিজ মামুন ও শর্মি শারমিন।

নাটকটির গল্প সম্পর্কে তমাল জানান, বাবু ও বৃষ্টি দুজন দুজনকে ভালোবাসে। বছর দুয়েকের সম্পর্ক। দুজনেই ভালো চাকরি করে। বিয়ের সিদ্ধান্ত নেয়। কেউই এখন পর্যন্ত তাদের সম্পর্কের কথা বাসায় জানায়নি। বাবা মা মানবে কি না অথবা জানলে লজ্জা ও ভয় থেকে তারা বাসায় জানানোর সাহস করতে পারেনি। বাসায় জানলে বিষয়টা কিভাবে নিবে এ নিয়ে তাদের চিন্তার শেষ নেই। তারা দুজনেই যুক্তি করে এমন সিচুয়েশন তৈরি করতে হবে যেন তাদের ভালোবাসার কথা তাদের বাসায় মেনে নেয়। এ নিয়ে বিভিন্ন মজার মজার সিচুয়েশন তৈরি হয়।

১৪ ফেব্রুয়ারি রাত ৮ টায় নাটকটি হিয়া এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রচার হবে।

Advertisement
Share.

Leave A Reply