fbpx

তাইওয়ানে আবাসিক ভবনে অগ্নিকাণ্ড, নিহত ৪৬

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

তাইওয়ানে একটি ১৩ তলা আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ৪৬ জন নিহত ও ৪১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এএফপির খবরে এ তথ্য দেওয়া হয়েছে।

খবরে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার (১৪ অক্টোবর) স্থানীয় সময় সকালে দেশটির দক্ষিণাঞ্চলে কাওসিউং শহরে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটে। প্রত্যক্ষদর্শীদের অনেকেই বলছেন, তারা বিস্ফোরণের শব্দ পেয়েছেন। তবে, আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

এদিকে, বিবিসির খবরে বলা হয়েছে, আহত ৭৯ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ৪১ জনের অবস্থা গুরুতর।

ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আসার আগেই খুব দ্রুত ভবনের বেশ কয়েকটি তলায় তা ছড়িয়ে পড়ে।

তাইওয়ানে আবাসিক ভবনে অগ্নিকাণ্ড, নিহত ৪৬

ছবি: বিবিসি

জানা গেছে, বহুতল এ ভবনটি আবাসিক ও বাণিজ্যিক কাজে ব্যবহৃত হতো। অগ্নিকাণ্ডে নিহতদের বেশিরভাগই ৭ তলা ও ১১ তলার বাসিন্দা। কারণ, এসব তলায় আবাসিক ভবন ছিল। আর ভবনের একতলা থেকে পাঁচতলা পর্যন্ত ছিল বাণিজ্যিক কার্যালয়।

তাইওয়ানের সরকারি সেন্ট্রাল নিউজ এজেন্সিতে প্রকাশিত কিছু ছবিতে দেখা গেছে, ভবনের জানালা দিয়ে আগুন বের হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

তাইওয়ানে আবাসিক ভবনে অগ্নিকাণ্ড, নিহত ৪৬

ছবি: বিবিসি

কী কারণে আগুন লেগেছে, কেউ তা লাগিয়ে দিয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে স্বশাসিত দ্বীপটির সরকার।

Advertisement
Share.

Leave A Reply