fbpx

তানিমের ‘কাইজার’, আসছে ৮ জুলাই

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

তানিম নূর। সিনেমা দিয়েই শুরু। ‘ফিরে এসো বেহুলা’ দিয়ে নিজের জাত চিনিয়েছিলেন এই নির্মাতা।

এরপর ‘ইতি তোমার ঢাকা’। চলতে থাকে নিজের মধ্যে থাকা তানিমের ফিল্মি দুনিয়ার চাকাটা।  ওয়েব ফিল্মেও তাকে পাওয়া যায়। বন্ধু কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি হয়ে নির্মাণ করেন হইচইয়ের জন্য ওয়েব সিরিজ ‘মানি হানি’, এরপর একই প্লাটফর্মের জন্য বানান, ‘একাত্তর’ নামে এমকটি সিরিজ।  জি ফাইভের জন্য কৃষ্ণেন্দুর সঙ্গে যৌথভাবে বানিয়েছিলেন ‘কন্ট্রাক্ট’।

এবার নিজের স্বপ্নের চরিত্র নিয়ে রীতিমতো চমক দিতে আসছেন নূর। হইচই ২৯ জুন ঢাকায় এক সংবাদ সম্মেলন করে ঘোষণা দেয় এই নির্মাতার নতুন কাজটির নাম ‘কাইজার’।

এদিন ‘কাইজার’-এর ট্রেলার প্রকাশ করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে হইচই জানায়, এডিসি কাইজার চৌধুরী একজন হোমিসাইড ডিটেকটিভ। সে ভিডিও গেম অ্যাডিক্ট। হোমিসাইড ডিটেকটিভ হলেও সে রক্ত ভয় পায়। অনিয়ন্ত্রিত জীবন-যাপন এবং ভিডিও গেম আসক্তির জন্য তার ব্যক্তিগত জীবন বিপর্যস্ত। ডিপার্টমেন্টেও তার খুব সুনাম নেই। কিন্তু ডিটেকটিভ হিসেবে সে প্রথম শ্রেণীর। তার বুদ্ধিদীপ্ততার জন্যই সে এখনো চাকরিতে বহাল রয়েছে। কাইজারের ছোটবেলার বন্ধু অম্লান এবং তন্ময়। কাইজারের অনিয়ন্ত্রিত জীবনে অভ্যস্ত হতে না পেরে তার স্ত্রী শিরিন কাইজারকে ডিভোর্স দিয়ে অম্লানকে বিয়ে করে। এ ব্যাপারটি কাইজার এখনও মেনে নিতে পারেনি। কাইজারের মেয়ে নিকিতা কাইজারকে ‘বাবা’ এবং অম্লানকে ‘আব্বু’ বলে ডাকে যা কাইজারের মেনে নিতে কষ্ট হয়। গেমিং পার্টনার অনন্ত কাইজারের সার্বক্ষণিক সঙ্গী। কাইজারের অসংখ্য দোষ রয়েছে কিন্তু জীবনের গভীরে উঁকি দিলে দেখা যায় সেও একজন সংবেদনশীল মানুষ। গুলশানে একটি ফ্ল্যাটে প্রভাবশালী পরিবারের দুই তরুণীকে নৃশংসভাবে খুন করা হয়। এই জোড়াখুনের রহস্য সমাধানের দায়িত্ব এসে পড়ে এডিসি কাইজারের উপর। এরকম একটি গল্প নিয়েই কাইজার সিরিজটি আবর্তিত হয়েছে।

তানিমের ‘কাইজার’, আসছে ৮ জুলাই

সংবাদ সম্মেলন শেষে ‘কাইজার’ টিম। ছবি : হইচই

কাইজার সিরিজে নাম ভূমিকায় অভিনয় করেছেন আফরান নিশো। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু, মোস্তাফিজুর নূর ইমরান, শঙ্খ জামান, শতাব্দী ওয়াদুদ, সুমন আনোয়ার, ইমতিয়াজ বর্ষণ, সৌম্য জ্যোতি ও শিশুশিল্পী ঋদ্ধি।

সিরিজটির পরিচালক তানিম নূর বলেন, ‘ছোটবেলা থেকে বিভিন্ন গোয়েন্দা গল্প পড়ে বড় হওয়ায় সব সময় আমার ইচ্ছা ছিল বাংলাদেশের প্রেক্ষাপটে একটি গোয়েন্দা চরিত্র তৈরি করার। যেহেতু কাইজার আমার ছোটবেলার অনুপ্রেরণা থেকে নির্মাণ করা একটা সিরিজ, এটা আমার জন্য বেশ বড় একটা চ্যালেঞ্জ ছিল। চ্যালেঞ্জে কতটা সফল হয়েছি সেটা এখন দর্শকেরা ভাল বলতে পারবেন।’

হইচই এ সিরিজটি দেখা যাবে আগামী ৮ জুলাই থেকে।

Advertisement
Share.

Leave A Reply