fbpx

তাপস পালের জন্মদিনে প্রসেনজিৎ এর বার্তা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বলিউড অভিনেতা তাপস পাল এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনয়ে প্রায় সমসাময়িক। দুজনেই নিজ নিজ জায়গায় শক্ত অবস্থানে ছিলেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এখনও নিজের জায়গা ধরে রেখেছেন। শুধু তা বললে ভুল হবে, টালিগঞ্জে তাকে অভিনয়ের আইডল মানা হয়।

২৯ সেপ্টেম্বর তাপসের জন্মদিন ছিল। কিন্তু তিনি আজ নেই। বেঁচে থাকলে তার বয়স এখন ৬৩ বছর হত। তার মত দক্ষ অভিনেতারা কখনও মানুষের হৃদয় থেকে ম্লান হয়ে যান না। আর তাইতো তার জন্মদিনে সাধারণ ভক্তদের পাশাপাশি স্বয়ং অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত প্রয়াত এই অভিনেতাকে স্মরণ করেছেন।

তাপসের বাড়িতে এ দিন ফুলের তোড়া পাঠান প্রসেনজিৎ। এছাড়াও টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রামে লেখেন, ‘দাদার কীর্তি’ হোক বা ‘গুরুদক্ষিণা’, ‘নয়নের আলো’ বা ‘ত্যাগ’ তাপসের প্রতিটা সিনেমা তার অসাধারণ শিল্পীসত্তা তুলে ধরেছে আমাদের সামনে।’

তাপসের স্ত্রী নন্দিনী পাল ফেসবুকে আন্তরিক কৃতজ্ঞতা জানান প্রসেনজিৎকে। লেখেন, ‘ধন্যবাদ ও কৃতজ্ঞতা তার জন্মদিনে তাকে স্মরণ করার জন্য। আজ সকালে তোমার পাঠানো ফুলগুলো আমি তাকে দিয়েছি।’

পেশাগত প্রতিযোগিতা থাকলেও তারা খুব ভাল বন্ধু ছিলেন বলেই দাবী করেন প্রসেনজিৎ।

এ দিন ঋতুপর্ণা ফেসবুকে লেখেন, ‘তাপসদা চলে গেলেন। একটা যুগের, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ের অবসান। তাপসদার হাসি, অভিব্যক্তি আর অভাবনীয় অভিনয় ক্ষমতা বাঙালিকে চিরকাল আবিষ্ট করে রাখবে।’

ভারতীয় সংবাদপত্র আনন্দবাজার অনলাইনকে তাপসের মেয়ে সোহিনী বলেন, ‘বাবা চলে গিয়েছেন, এটাই আমার জীবনে সব থেকে বড় বিপর্যয়। বাকি সব দুর্যোগ, বিপর্যয় আমি লড়ে সামলে নিতে পারব।’

Advertisement
Share.

Leave A Reply