fbpx

তামিলনাড়ুতে ভারী বৃষ্টি ও বন্যা, নিরাপদে সরিয়ে নেয়া হচ্ছে বাসিন্দাদের

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ভারতের তামিলনাড়ুতে ভারী বৃষ্টি ও বজ্রপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রাজ্যের রাজধানী চেন্নাইয়ে বন্যায় তলিয়ে গেছে বাড়ি-ঘর ও রাস্তাঘাট। এখনও কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে রাজ্য সরকার।

ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। শহরে প্রায় ৪৪টি শিবির খোলা হয়েছে। সেখানে আশ্রয় নেয়া বাসিন্দাদের খাবারসহ প্রয়োজনীয় জিনিস সরবরাহ করা হচ্ছে। এছাড়া ১৬০টি শিবির প্রস্তুত করা হয়েছে।

স্থানীয় গণমাধ্যমে সম্প্রচারিত ভিডিও ফুটেজে দেখা গেছে, পানিতে রাস্তা তলিয়ে গেছে। এতে আটকা পড়ে রয়েছে সারি সারি গাড়ি।

২০১৫ সালের পর চেন্নাইয়ে এবারই রেকর্ড বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

যদিও প্রতি বছরই চেন্নাইয়ে ভারী বৃষ্টি হয়। তবে অপরিকল্পিত নগরায়নের জন্য জলবদ্ধতা, ক্ষয়ক্ষতি ও বিশৃঙ্খলা দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে জলবায়ু পরিবর্তন এ সমস্যায় ভূমিকা রাখছে। দিন দিনই অতি ভারী বৃষ্টি ও বজ্রপাতের মত দুর্যোগ বেড়ে যাচ্ছে।

Advertisement
Share.

Leave A Reply